ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চুল পড়া রোধে টিপস দেবে চিরুনি

প্রকাশিত: ০৫:৪৪, ৫ জানুয়ারি ২০১৭

চুল পড়া রোধে টিপস দেবে চিরুনি

মাথার চুল পড়া নিয়ে যাদের রাতের ঘুম হারাম। তাদের জন্য সুখবর। বিউটি জায়ান্ট লরেল এমন একটি স্মার্ট চিরুনি তৈরি করেছে যা দিয়ে চুল আচড়ালে চুল পড়বে না। শুধু তাই নয়, এই যন্ত্রটির রয়েছে একের ভেতর বহুগুণ। এসব হচ্ছে, এই চিরুনি দিয়ে বেশি জোরে চুল আচড়ালে এটির মধ্যে এক ধরনের কম্পন তৈরি হবে। এই চিরুনি মধ্যে মাইক্রোফোন রয়েছে। রয়েছে জাইরোস্কোপ ও এ্যাকসিলরোমিটার। মাইক্রোফোনের সাহায্যে ব্যবহারকারী চুলের গোড়া ভাঙ্গার শব্দ শুনতে পারবে। আবার এই চিরুনি গ্রাহকের চুলের ধরন বুঝে তার চুল পড়া ঠেকাতে প্রয়োজনীয় টিপস দেবে। এসব টিপস বা দিক নির্দেশনা ওয়াইফাই বা ব্লুটুথের সাহায্যে গ্রাহকের মোবাইল ফোনে পাঠিয়ে দেবে এই চিরুনি। লরেল কোম্পানি সাবেক মোবাইল জায়ান্ট নকিয়ার উইথিংস কোম্পানির সঙ্গে যৌথভাবে এই চিরুনি তৈরি করেছে। চলতি বছর যুক্তরাষ্ট্রের লাসভেগাসের এক প্রযুক্তি মেলায় এই চিরুনি প্রদর্শিত হবে। এটি তৈরি করতে দুই কোম্পানির মোট ১৮ মাস সময় লেগেছে। এটির দামও হাতের নাগালে। মাত্র দুই শ’ ডলার। এই চিরুনির নাম দেয়া হয়েছে কেরাসটাস হেয়ার কোচ। শুধু তাই নয়। এই চিরুনি চুলকে সোজা রাখার পাশাপাশি রুক্ষতা কমাবে। এ বিষয়ে লরেলের আন্তর্জাতিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট গুইভ বালচ বলেন, বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক নারী চুল পড়া নিয়ে চিন্তায় ভোগে। এই চুল পড়ার বড় কারণ জোরে জোরে চুল আচড়ানো। তাই আমার মনে হয় সৌন্দর্য রক্ষার জন্য ক্রেতারা দুই শ’ ডলার খরচ করতে পিছপা হবে না। এই যন্ত্রটি শুধু ব্যাটারির সাহায্যে চলবে। এটি পানিরোধী। আপাতত যুক্তরাষ্ট্রের বাজারে এই চিরুনি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে লরেল। Ñফেস পাঞ্চ অবলম্বনে।
×