ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ রানার্সআপ

প্রকাশিত: ০৫:৪৪, ৫ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ  রানার্সআপ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবার ফাইনালে উঠেই ইতিহাসের সাক্ষী হয় বাংলাদেশ মহিলা ফুটবল দল। ফাইনাল জিতে রেকর্ডের পাতাটা আরও ভরপুর করার আশা ছিল লাল-সবুজের দেশের মেয়েদের। কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি। আক্ষেপ নিয়েই থেমেছে সাবিনা, স্বপ্নাদের স্বপ্নের সাফ মিশন। বুধবার রাতে ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ভারতের কাছে লড়াই করে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। ফলে টানা চার আসরে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কৃতিত্ব দেখিয়েছে ভারতের মেয়েরা। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ না হলেও প্রথমবারের মতো রানার্সআপ হয়েছে বাংলাদেশ। কিছুটা আক্ষেপ থাকলেও এই অর্জনে খুশি সবাই। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রমীলা ফুটবলে যুক্ত হলো আরেকটি সাফল্য। পুুরুষ ফুটবল দল নিয়মিত ব্যর্থ হলেও মেয়েরা ঠিকই রঙিন অধ্যায় রচনা করে চলেছে। গ্রুপ পর্বে এই ভারতকে গোলশূন্যভাবে রুখে দিয়ে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে অনেকটা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে খেলে কোচ গোলাম রব্বানী ছোটনের দল। তবে ফাইনালে অলআউট খেলার ঘোষণা দেন বাংলাদেশ কোচ। যে কারণে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সাবিনা, স্বপ্না, নার্গিসরা। ভারতও একই কৌশলে খেলতে থাকে। শুরু থেকেই তাই ম্যাচ উপভোগ্য ও জমজমাট হয় উঠে। ম্যাচের ১২ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভারতকে এগিয়ে নেন দাংমেই। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া আক্রমণ শাণাতে থাকে বাংলার মেয়েরা। ফল আসে ৩৮ মিনিটে। সেমিফাইনালে মালদ্বীপের বিরুদ্ধে হ্যাটট্রিক করা সিরাত জাহান স্বপ্না দৃষ্টিনন্দন গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান। ১-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পরও দু’দল আক্রমণাত্মক খেলতে থাকে। তবে ম্যাচের নিয়ন্ত্রণ ক্রমশই চলে যায় স্বাগতিকদের অধীনে। ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে ট্রফি নিজেদের শোকেসে রাখা নিশ্চিত করে স্বাগতিকরা। ৬২ মিনিটে সাসমিতার গোলে ম্যাচে ফের এগিয়ে যায় ভারত (২-১)। ৬৮ মিনিটে ভারতের হয়ে আরেকটি গোল করেন ইন্দুমতি। বাকি সময়ে ম্যাচে ফিরতে মরিয়া প্রচেষ্টা চালান স্বপ্না, সাবিনারা। কিন্তু খুঁজে পাননি ভারতের জাল। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ, আর উল্লাসে মেতে ওঠেন ভারতীয় মেয়েরা।
×