ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলকাতায় বিজেপি কার্যালয়ে তৃণমূল ছাত্রপরিষদের হামলা ॥ সংঘর্ষ

প্রকাশিত: ০৮:১০, ৪ জানুয়ারি ২০১৭

কলকাতায় বিজেপি কার্যালয়ে তৃণমূল ছাত্রপরিষদের হামলা ॥ সংঘর্ষ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের পশ্চিমবঙ্গের রোজভ্যালি কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পর কলকাতায় বিজেপি কার্যালয়ে হামলা চালিয়েছে তৃণমূল ছাত্রপরিষদের কর্মীরা। এতে উভয় পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে সেন্ট্রাল এভিনিউ। মঙ্গলবার রোজভ্যালি দুর্নীতি মামলায় চার ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করার পর লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপকে গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। তাপস পালের পর সুদীপ হলেন দ্বিতীয় তৃণমূল নেতা, যাকে এ মামলায় গ্রেফতার করা হলো। মঙ্গলবার বিকেলে তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা মুরলীধর সেন লেনে বিজেপির সদর দফতরে হামলা করে। এতে সংঘর্ষ বেঁধে যায়। বিজেপি সমর্থকদের ধাওয়ায় ছাত্র পরিষদ কর্মীরা পিছিয়ে গেলেও পরে তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে তারা ফিরে আসে এবং বিজেপি কার্যালয়ের দিকে ঢিল ছুড়তে থাকে। বিজেপি কর্মীরাও পাল্টা জবাব দিলে শুরু হয় সংঘর্ষ।
×