ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে শিক্ষক লাঞ্ছনা

বিচার বিভাগীয় তদন্ত রিপোর্ট দাখিল ১৯ জানুয়ারি

প্রকাশিত: ০৮:০৯, ৪ জানুয়ারি ২০১৭

 বিচার বিভাগীয় তদন্ত রিপোর্ট দাখিল ১৯ জানুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জে স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবসের ঘটনায় সংসদ সদস্য সেলিম ওসমান জড়িত কি না সে বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করেছে হাইকোর্ট। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। এছাড়া রুলের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মহসীন রশিদ ও এ্যাডভোকেট জেড আই খান পান্না। মোতাহার হোসেন সাজু বলেন, ‘ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেশের বাইরে থাকায় প্রতিবেদন দাখিল করতে সময় আবেদন করি। সে প্রেক্ষিতে আদালত দুই সপ্তাহ সময় দিয়েছে’।
×