ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘রসরাজের মোবাইল থেকে ধর্মীয় অবমাননার ছবি আপলোড হয়নি’

প্রকাশিত: ০৭:৫৫, ৪ জানুয়ারি ২০১৭

‘রসরাজের মোবাইল থেকে ধর্মীয় অবমাননার ছবি আপলোড হয়নি’

বিডিনিউজ ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের রসরাজের মোবাইল ফোন থেকে ধর্মীয় অবমাননার ছবি আপলোড হয়নি বলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে। এই ছবিটা জাহাঙ্গীর আলমের কম্পিউটারে এডিট হয়েছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়। তবে জাহাঙ্গীরের কম্পিউটারে এডিট করা ছবিটি তার ফেসবুকে আপলোড করা হয়েছে কি না তা নিশ্চিত করতে পারেনি প্রতিবেদনে। গত বছরের ২৯ অক্টোবর ফেসবুকে ‘ইসলাম অবমাননার’ ছবি পোস্ট করার অভিযোগে ৩০ বছর বয়সী রসরাজকে গ্রেফতার করে পুলিশ। একই অভিযোগ তুলে পরদিন ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রসরাজ ও জাহাঙ্গীরের দুটি তদন্ত প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদন দুটি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে পাঠিয়েছে পিবিআই। সোমবার জেলা গোয়েন্দা পুলিশ রসরাজের তদন্ত প্রতিবেদন ব্রাহ্মণবাড়িয়ার আদালতে জমা দিয়েছে। তবে জাহাঙ্গীরের তদন্ত প্রতিবেদন এখনও আদালতে জমা দেয়া হয়নি।
×