ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রুমেল খান

বিদায়ী বছরে দেশের খেলাধুলা

প্রকাশিত: ০৬:৪১, ৪ জানুয়ারি ২০১৭

বিদায়ী বছরে দেশের খেলাধুলা

এসএ গেমস ॥ ৫-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের অসম ও মেঘালয় রাজ্যের গৌহাটি এবং শিলংয়ে অনুষ্ঠিত হয় দ্বাদশ এসএ গেমস। এবারের গেমসে পারফর্মেন্সের বিচারে অবনতি হয়েছে বাংলাদেশের। সর্বশেষ গত ২০১০ আসরে পদক তালিকায় যেখানে তৃতীয় হয়েছিল, এবার সেখানে দু’ধাপ অবনতি হয়ে পঞ্চম হয় বাংলাদেশ। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের পর ঠাঁই হয় বাংলাদেশের। তাদের অর্জন ৪ স্বর্ণ, ১৫ রৌপ্য এবং ৫৬ তাম্রসহ মোট ৭৫ পদক। বাংলাদেশের সোনাগুলোর ৩টিই জেতেন নারী ক্রীড়াবিদরা। ভারোত্তলনে মাবিয়া আক্তার সীমান্ত জেতেন প্রথম স্বর্ণটি। তারপর জলকন্যা মাহফুজা আক্তার শিলা সাঁতারে একাই জেতেন ২টি স্বর্ণ। আর পুরুষদের মধ্যে একমাত্র স্বর্ণজয় করেন পিস্তল শূটিংয়ে শাকিল আহমেদ। দাবা ॥ নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৩টি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এগুলো হলো : ‘প্রাইম ব্যাংক আন্তর্জাতিক রেটিং দাবায় দুবার, এবং আমিন মোহাম্মদ গ্রুপ ও এএসটি বেভারেজ আন্তর্জাতিক রেটিং দাবা। শেখ রাসেল এমএসসি ফিদে র‌্যাপিড রেটিং দাবা, আন্তর্জাতিক রেটিং দাবা এবং ইউকে-বাংলা ফিদে র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হন নৌবাহিনীর আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। শেখ কামাল আন্তর্জাতিক রেটিং দাবায় নৌবাহিনীর আরেক গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব অপরাজিত চ্যাম্পিয়ন হন। এছাড়া ১৫ বছর পর ফিদেমাস্টার নাজরানা খান ইভা জাতীয় মহিলা দাবায় দ্বিতীয় শিরোপা জেতেন। ১০ বছর পর জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন এনামুল হোসেন রাজীব। এটা তার তৃতীয় শিরোপা। ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লীগে দ্বিতীয় রাউন্ডে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিংয়ের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তাঁর ছেলে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিনকে সাড়ে তিন ঘণ্টা লড়াই করে ৬৮ চালে হারান। ভারতের মুম্বাইয়ে গত ফেব্রুয়ারিতে ‘আইআইএফএল ওয়েলথ মুম্বাই জুনিয়র (অনুর্ধ-১৩) দাবায় বাংলাদেশের ফিদেমাস্টার ফাহাদ রহমান রানারআপ হয়। ডিসেম্বরে মার্সেল প্রথম বিভাগ দাবা লীগে একসেস চেস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হয়। এছাড়া উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত ‘বিজয় দিবস ফিদে আন্তর্জাতিক রেটিং দাবায়’ সোনালী ব্যাংক স্পোর্টিং এ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের আবদুল মমিন চ্যাম্পিয়ন হন। সেপ্টেম্বরে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির সিইও মাহমুদা হক চৌধুরী মলি বিশ্ব দাবা সংস্থা থেকে আন্তর্জাতিক দাবা সংগঠকের স্বীকৃতি লাভের ঘোষণা পান। নবেম্বরে ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম এবং ফিদেমাস্টার ফাহাদ রহমানকে বাংলাদেশ দাবা ফেডারেশন শোকজ করে। সিয়াম ওমিকন জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী রাউন্ডে ওয়াক ওভার দেয়ায় এবং ফাহাদ শেষ মুর্হূতে চীনের জিয়াঝিংয়ে অনুষ্ঠানরত এশিয়ান নেশন্স কাপে না যাবার কারণে তাদের শোকজ পাঠানো হয়। ভলিবল ॥ সাবেক জাতীয় ভলিবল কোচ এবং তৎকালীন পূর্ব পাকিস্তান ভলিবল দলের প্রখ্যাত ভলিবল খেলোয়াড় সৈয়দুজ্জামান বাদশা (৭৫) মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ৩০ জানুয়ারি ইন্তেকাল করেন। ১ ফেব্রুয়ারি ‘পপুলার লাইফ ইন্স্যুরেন্স ঢাকা মহানগরী উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতা’য় ওয়ারী ক্লাব ৩-২ সেটে বাংলাদেশ আনসারকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। ২০ সেপ্টেম্বর। কিরগিজস্তানে ‘বিশ্বকাপ ভলিবল প্রতিযোগিতা-২০১৮’-এর জোনাল বাছাইপর্বে বাংলাদেশ দল রানার্সআপ হয়ে (কিরগিজস্তানের কাছে হার, মালদ্বীপের বিরুদ্ধে জয়) দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। ৩০ নবেম্বর। ভোলা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘প্রিয় গ্রুপ আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা জেলা দল। ফাইনালে তারা ভোলা জেলা দলকে ৪-১ সেটে হারায়। ৭ ডিসেম্বর। সর্বপ্রথম দৈনিক জনকণ্ঠের মাধ্যমে দেশবাসী জানতে পারে বাংলাদেশে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ভলিবল লীগ অনুষ্ঠিত হবে। এবং লীগের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে সম্পৃক্ত হবেন বলিউড চিত্রনায়ক শাহরুখ খান। ২৭ ডিসেম্বর। ৪৫ বছরের ইতিহাসে এই প্রথম কোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলে কিরগিজস্তানকে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। হ্যান্ডবল ॥ ২৩ মার্চ। ‘জাতীয় যুব মহিলা হ্যান্ডবল (অনুর্ধ-১৯) প্রতিযোগিতা’য় বিজেএমসি ১৯-১১ গোলে নওগাঁ জেলাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। ২৮ মার্চ। ‘এআরকে স্বাধীনতা কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা’য় পুরুষ বিভাগে বিজিবি ৩৬-২৫ গোলে বাংলাদেশ পুলিশকে এবং মহিলা বিভাগে বিজেএমসি ৩৩-২৪ গোলে বাংলাদেশ আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ১৩ অক্টোবর। ‘ইসলামী ব্যাংক আইএইচএফ ট্রফি হ্যান্ডবল টুর্নামেন্ট’-এর ফাইনালে পুরুষ বিভাগে ভারত ৪৬-২৫ গোলে এবং মহিলা বিভাগে ভারত ৪৮-২৯ গোলে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জেতে। (চলবে)
×