ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওরিয়ন এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ শুরু

প্রকাশিত: ০৬:৩৬, ৪ জানুয়ারি ২০১৭

ওরিয়ন এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে ও কুর্মিটোলা গলফ ক্লাবের ‘ওরিয়ন বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপে’র ৩২তম আসর মঙ্গলবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে উদ্বোধন হয়। টুর্নামেন্ট শুরু হবে আজ থেকে। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। এই আসরে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মোট ১৭৮ গলফার। এদের মধ্যে পুরুষ ১৫৫ এবং মহিলা ২৩ গলফার। বাংলাদেশেরই গলফার সবচেয়ে বেশি। বাকি ৫ দেশের গলফার ৩০ জন। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার এ্যান্ড ভিলেজ ডিফেন্স পার্টির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গরফ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম, টুর্নামেন্ট ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), জয়েন্ট সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক, ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবাইদুল করিম এবং ওরিয়ন গ্রুপের প্রতিনিধি ফরিদুদ্দিন খান। উল্লেখ্য, এই টুর্নামেন্ট শুরু হয় ১৯৮২ সাল থেকে। গত বছরের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এবারই প্রথম এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে ওরিয়ন গ্রুপ। টুর্নামেন্ট উপলক্ষে মঙ্গলবার কুর্মিটোলা গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সচিব ও গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল একেএম আব্দুল্লাহিল বাকী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম, টুর্নামেন্ট ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.) প্রমুখ। প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব. জেনারেল স্টাফ লে. জেনারেল সাব্বির আহমেদ।
×