ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফেনী সকার-বারিধারা প্রথম প্লে-অফ ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:৩৬, ৪ জানুয়ারি ২০১৭

ফেনী সকার-বারিধারা প্রথম প্লে-অফ ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ হইয়াও হইল না শেষ! বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে অংশ নেয়া ১২ দলের মধ্যে প্রথম দশটি দলের স্থান নির্ধারণ হয়ে গেলেও শেষ দুটি দলের স্থান এখনও নির্ধারিত হওয়া বাকি। কারণ উত্তর বারিধারা এবং ফেনী সকার ক্লাবের পয়েন্ট সমান হয়ে যাওয়াতে তাদের মধ্যে আরও দুটি প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। যার প্রথমটি অনুষ্ঠিত হবে আজ বুধবার, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। লীগের বাইলজ অনুযায়ী রেলিগেশনের স্থান নির্ধারণ করার ক্ষেত্রে নিচের দুটি দলের পয়েন্ট সমান হয়ে গেলে তাদের মধ্যে হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে দুটি প্লে-অফ ম্যাচ হবে। দুই ম্যাচে বেশি গোল করা দলকে জয়ী বলে ধরা হবে। যদি এই ম্যাচগুলোয় উভয় দলই সমান গোল করে, সেক্ষেত্রে এ্যাওয়ে ম্যাচের গোলকে দ্বিগুণ হারে হিসেব করা হবে। যদি তারপরও সমতা হয়, সেক্ষেত্রে উভয় দল দ্বিতীয় ম্যাচে শেষে ১৫+১৫ মিনিট করে অতিরিক্ত খেলবে। তাতেও যদি হারজিত নিষ্পত্তি না হয়, তাহলে খেলা গড়াবে টাইব্রেকারে। লীগে এক থেকে দশ নম্বরে আছে যথাক্রমে ঢাকা আবাহনী (৫২ পয়েন্ট), চট্টগ্রাম আবাহনী (৪৭), শেখ জামাল ধানম-ি (৩২), ব্রাদার্স ইউনিয়ন (৩০), মুক্তিযোদ্ধা সংসদ (৩০), আরামবাগ (২৭), রহমতগঞ্জ (২৭), শেখ রাসেল (২৫), বিজেএমসি (২৫ এবং মোহামেডান (২০)। তলানির দুই বারিধারা ও ফেনী সকারের সংগ্রহ ১৮ পয়েন্ট করে। মুম্বাই দাবায় ফাহাদ চতুর্থ স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত আইআইএফএল মুম্বাই জুনিয়র আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় (অনুর্ধ-১৩) বাংলাদেশের ফিদেমাস্টার ফাহাদ রহমান চতুর্থ স্থান লাভ করেছে। ৯ খেলায় ফাহাদসহ ৫ দাবাড়ু সাড়ে সাত পয়েন্ট নিয়ে রানারআপের জন্য টাই করে। টাইব্রেকিং পদ্ধতিতে ফাহাদ চতুর্থ হয়। নবম রাউন্ডে ফাহাদ ভারতের আদিত্য গুহগারকরকে হারায়। ৮ পয়েন্ট নিয়ে ভারতের ভি প্রণভ চ্যাম্পিয়ন এবং ভারতের শেলকে শংকরশাহ রানারআপ হয়। ফাহাদ চতুর্থ হয়ে ভারতীয় রুপীর পঞ্চাশ হাজার টাকা অর্থ পুরস্কার পায়। অপরদিকে একই শহরে অনুষ্ঠানরত আইআইএলএফ মুম্বাই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার (ওপেন) অষ্টম রাউন্ডের খেলা শেষে ফাহাদ ৮ খেলায় ৫ পয়েন্ট পেয়েছে। অষ্টম রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের আউদি আমিয়াকে হারায়।
×