ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ষষ্ঠ রাউন্ড

এনসিএল- প্রথমদিনে সাইফ, ইমতিয়াজের শতক

প্রকাশিত: ০৬:৩৫, ৪ জানুয়ারি ২০১৭

এনসিএল- প্রথমদিনে সাইফ, ইমতিয়াজের শতক

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন এলইডি টিভি ১৮তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ষষ্ঠ ও শেষ রাউন্ড শুরু হয়েছে। প্রথম স্তরে খুলনা না ঢাকা বিভাগ চ্যাম্পিয়ন হবে সেদিকেই সবার নজর আছে। ষষ্ঠ রাউন্ডের প্রথমদিনে খুলনার চেয়ে ঢাকা বিভাগই এগিয়ে থাকছে। অনুর্ধ-১৯ দলের অধিনায়ক সাইফ হাসানের (১৩১*) শতকে বরিশালের বিপক্ষে প্রথম ইনিংসে ৩০০ রান করে ২টি বোনাস পয়েন্ট পেয়ে গেছে ঢাকা বিভাগ। সেই তুলনায় ঢাকা মেট্রোর বিপক্ষে ২০৭ রানেই অলআউট হয়ে গেছে খুলনা। এখন পর্যন্ত পায়নি কোন বোনাস পয়েন্টও। দ্বিতীয় স্তরে চট্টগ্রামের বিপক্ষে ইমতিয়াজ হোসেনের (১৩৪) শতকে ৩০৯ রান করেছে সিলেট। আর রংপুরের বিপক্ষে ১৯১ রানেই অলআউট হয়ে গেছে রাজশাহী। প্রথম স্তর ॥ যে দল সবচেয়ে বেশি পয়েন্ট পাবে, তারাই প্রথম স্তরের চ্যাম্পিয়ন হবে। ষষ্ঠ রাউন্ড শুরুর আগে খুলনা এ স্তরে এগিয়ে রয়েছে। খুলনার ৪৪ পয়েন্ট। সেখানে খুলনার হুমকি ঢাকা বিভাগের পয়েন্ট ৩৭। খুলনার সঙ্গে ঢাকা বিভাগের পয়েন্ট পার্থক্য ৭। যেহেতু জয় ও ব্যাটিং-বোলিং বোনাস পয়েন্টসহ মোট ১৮ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। তাই এখনই বলা যাচ্ছে না কোন দল চ্যাম্পিয়ন হবে। এ স্তরে ৩২ পয়েন্ট পাওয়া বরিশাল ও ২৬ পয়েন্ট পাওয়া ঢাকা মেট্রোপলিসের সুযোগ ক্ষীণই। তাই খুলনা ও ঢাকা বিভাগের দিকেই সবার দৃষ্টি থাকছে। প্রথমদিনে ২৬৫ বলে ১৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ১৩১ রান করা সাইফের দুর্দান্ত ব্যাটিংয়ে ঢাকা যে স্কোর করেছে, তাতে খুলনার সঙ্গে ২ পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে ঢাকা। প্রথম ইনিংসে ৩০০ রান করতে পারলেই যেহেতু ২ পয়েন্ট বোনাস মিলে। তাই ঢাকার সঙ্গে এখন খুলনার পয়েন্ট পার্থক্য রইল ৫। শুধু সাইফই নয়, ঢাকা বিভাগের হয়ে তাইবুর রহমানও (৭০*) দুর্দান্ত ব্যাটিং করেছেন। পঞ্চম উইকেটে সাইফ ও তাইবুর মিলে ১২৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। প্রথমদিনে আবার খুলনা পড়েছে বিপাকে। ডলার মাহমুদের (৫/৫৩) গতির সামনে ২০৭ রানের বেশি করতে পারেনি। এনামুল হক বিজয় সর্বোচ্চ ৬২ রান করতে পেরেছেন। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ঢাকা মেট্রো ৩ উইকেটে ৩৭ রান করে ১৭০ রানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় স্তর ॥ প্রথম স্তর থেকে একটি দল চ্যাম্পিয়ন হবে। পয়েন্ট তালিকায় সর্বনিম্নে থাকা দলের দ্বিতীয় স্তরে অবণতি হবে। দ্বিতীয় স্তর থেকে যে দল পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকবে, ধরা হয় চ্যাম্পিয়ন হবে, তারা আগামী মৌসুমে প্রথম স্তরে খেলার সুযোগ পাবে। সেই দলটি কারা? এখানেও দুই দলের মধ্যকারই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ষষ্ঠ রাউন্ড শুরুর আগে রংপুর ৬২ পয়েন্ট নিয়ে সবার ওপরে ছিল। ৩ পয়েন্ট কম নিয়ে রাজশাহী বিভাগ হুমকি জানাচ্ছে। আর ২৭ পয়েন্ট পাওয়া চট্টগ্রাম ও ২৫ পয়েন্ট পাওয়া সিলেটের আগামী মৌসুমে দ্বিতীয় স্তরে খেলা নিশ্চিত হয়ে গেছে। পয়েন্ট যে অনেক কম। মজার বিষয় হলো, শেষ রাউন্ডে রংপুর ও রাজশাহীর মধ্যেই খেলা চলছে। পেসার মোহাম্মদ সাদ্দামের (৫/৫৭) দুর্দান্ত নৈপুণ্যে ১৯১ রানেই অলআউট হয়ে গেছে রাজশাহী। রংপুরও খুব ভাল অবস্থানে নেই। ৪ উইকেট হারিয়ে ৮৯ রান করেছে। ১০২ রানে পিছিয়েও আছে। আর নিয়মরক্ষার ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ৩০৯ রান করেছে সিলেট।
×