ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৬ মিলিয়ন ইউরো কর দিয়েছেন মরিনহো!

প্রকাশিত: ০৬:৩৫, ৪ জানুয়ারি ২০১৭

২৬ মিলিয়ন ইউরো কর দিয়েছেন মরিনহো!

স্পোর্টস রিপোর্টার ॥ হঠাৎ কর সংক্রান্ত জটিলতায় উঠে আসলো জোশে মরিনহোর নাম। তবে সঙ্গে সঙ্গেই অস্বীকার করে দিয়েছেন তা। মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের প্রতিনিধিও মুখ খুলেছেন এ বিষয়ে। তিনি জানিয়েছেন স্পেন ছাড়ার সময় ২৬ মিলিয়ন ইউরো কর দিয়ে এসেছেন সাবেক রিয়াল মাদ্রিদের কোচ মরিনহো। কর সংক্রান্ত জটিলতায় বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এখন ক্লান্ত। এর শিকার হয়েছেন তার ক্লাব সতীর্থ নেইমারও। সাম্প্রতিক সময়ে কর ফাঁকির গুরুতর অভিযোগ উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ জোশে মরিনহো এবং পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধেও। অফসোর একাউন্টে লাখ লাখ ইউরো গচ্ছিত রেখে কর ফাঁকি দেয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। কিন্তু এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সাবেক গুরু-শিষ্য দু’জনই। গণমাধ্যম সংস্থাগুলোর একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম দাবি করেছে যে পর্তুগাল অধিনায়ক রোনাল্ডো ১৮ মিলিয়ন ডাটায় গোঁজামিল দিয়েছেন। যেখানে প্রায় ১৫০ মিলিয়ন ইউরো গোপন করেছেন তিনি। ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ড কোম্পানির কাছ থেকে ইমেজ স্বত্ব বাবদ তিনি ওই অর্থ লাভ করেছেন। ইউরোপীয় ইনভেস্টিগেটিভ কোলাবোরেশন (ইআইসি) কনসোর্টিয়ামের তথ্য মোতাবেক মরিনহোও একই প্রতিষ্ঠানের কাছ থেকে ১২ মিলিয়ন ইউরো গ্রহণের তথ্য গোপন করেছেন। তবে এই দু’জনের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান গেস্টিফুট এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন। এক বিজ্ঞপ্তিতে কোম্পানির প্রতিনিধি জর্জ মেন্ডেস সাফ বলে দিয়েছেন, ‘একটি পত্রিকা ভিত্তিহীন এই অভিযোগ উত্থাপন করে বলেছে যে গেস্টিফুট তাদের মক্কেলদের কর ফাঁকি দেয়ার বিষয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দিয়েছে। জোশে মরিনহো ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে জড়িয়ে গুরুতর অভিযোগ করা হয়েছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘রোনাল্ডো ও মরিনহো দু’জনই যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে ব্রিটিশ ও স্প্যানিশ কর্তৃপক্ষের কাছে কর প্রদান করেছে। দুইজনের বিরুদ্ধে কর ফাঁকির কোন আইনগত অভিযোগ নেই। কারও যদি মনে হয় তারা কর ফাঁকি দিয়েছেন, তাহলে আইনের দ্বারস্থ হতে পারেন।’ ২০১৩ সালে স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে নতুন করে ঠিকানা গড়েন ইংলিশ প্রিমিয়ার লীগে। তারই পুরনো ক্লাব চেলসিতে। কিন্তু ব্যর্থতার কারণে গত বছরের শেষদিকে বরখাস্ত হন তিনি। এ বছর নতুন করে ঠিকানা গড়েন প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। কিন্তু ক্লাবকে সঠিক পথ দেখাতে ব্যর্থ হচ্ছেন স্পেশাল ওয়ান।
×