ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ম্যানইউ-ম্যানসিটির জয়, লিভারপুলের হোঁচট

প্রকাশিত: ০৬:৩৪, ৪ জানুয়ারি ২০১৭

ম্যানইউ-ম্যানসিটির জয়, লিভারপুলের হোঁচট

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ধাক্কা দিয়ে শুরু হয়েছে লিভারপুলের। সোমবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি ২-১ গোলে বার্নলিকে ও এ্যাওয়ে ম্যাচে ম্যানইউ ২-০ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। অন্যদিকে সান্ডারল্যান্ডের মাঠে ২-২ গোলে ড্র করে ফিরেছে লিভারপুল। নতুন বছরেও হতাশা অব্যাহত আছে চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির। এবার মিডলসব্রোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে ক্লাউডিও রানিয়েরির দল। অপর দুই ম্যাচে এভারটন ৩-০ গোলে সাউদাম্পটনকে ও ওয়েস্টব্রুমউইচ ৩-১ গোলে হারিয়েছে হাল সিটিকে। ড্র করলেও ২০ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিনে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। মঙ্গলবারের ম্যাচের পর পয়েন্ট তালিকায় স্থান ফের ওলটপালট হতে পারে। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ১৭ মিনিট গোলশূন্য থাকার পর মনে হচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের টানা জয়ের রেশে বুঝি টান পড়ছে। তবে এমনটা হতে দেননি জুয়ান মাতা ও জ¬াতান ইব্রাহিমোভিচ। ৬৩ মিনিটে মাতা আর ৭৮ মিনিটে ইব্রাহিমোভিচের গোলে শেষ পর্যন্ত লন্ডন স্টেডিয়াম থেকে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ। ওয়েস্টহ্যামের ঘরের মাঠে প্রথম থেকেই ধুঁকছিল জোশে মরিনহোর দল। ম্যাচের অষ্টম মিনিটে দারুণ আক্রমণ করে ওয়েস্টহ্যাম। তবে বল ধরে রাখতে পারেননি দিমিট্টি পায়েট। পরের মিনিটেই ডেভিড গিয়ার অসাধারণ সেভে স্বস্তির নিঃশ্বাস ছাড়েন ম্যানইউর ভক্তরা। ১৪ মিনিটে ফিল জোন্সকে ফাউল করে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ওয়েস্টহ্যামের সোফিয়ানি ফিগুলি। বিরতির পর সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় স্বাগতিকরা। তবে ভুল করেনি ম্যানইউ। ৬৩ মিনিটে র‌্যাশফোর্ডের ক্রসে ওয়েস্টহ্যামের জাল কাঁপান জুয়ান মাতা। ৭৭ মিনিটে গোল খেতে বসেছিল স্বাগতিকরা। র‌্যাশফোর্ডের শটে ঝাঁপিয়ে পড়লেও ঠিকমতো ধরতে পারেননি র‌্যানডলস। তবে বল তার হাতে লেগে পোস্টে লাগে। পরের মিনিটেই গোল করেন ইব্রাহিমোভিচ। একেবারে ফাঁকায় বল পেয়ে গোল করতে ভুল হয়নি সুইডিশ স্ট্রাইকারের। ফরাসী চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইন থেকে ইংলিশ প্রিমিয়ার লীগে যোগ দেয়ার পর থেকেই ইব্রা গোল করে চলেছেন নিয়মিত। চলতি মৌসুমে করেছেন ইতোমধ্যে ১৮টি গোল। ৩৫ বছর বয়সী এই সুইডিশ নিজের বয়সকে পেছনে ফেলে দারুণ ছন্দে আছেন। তবে নতুন বছরে সতর্থীদের গোল করতে সহযোগিতা করার ক্ষেত্রে বেশি মনোযোগী হতে চান তিনি। এ প্রসঙ্গে ইব্রা বলেন, আমি আরও বেশি সহযোগিতা করতে পারলে খুশি হব। আমার কাছে অন্যকে সহযোগিতা করার অর্থ হচ্ছে নিজেই গোল করা। এটা খেলারই একটি অংশ। ২০১৬ সালে সর্বমোট ৫০টি গোল করেছেন। সুইডিশ সুপারস্টার বলেন, ফুটবলটা হচ্ছে দলের জন্য খেলোয়াড়রা কি করছে। কেউ যদি গোল করার ক্ষেত্রে বেশি মনোযোগী হয় তবে ধরে নিতে হবে দল নয় সে নিজেকে নিয়েই ব্যস্ত। আমি এখানে আমার দলকে সহযোগিতা করতে এসেছি। আমি ক্লাবের জন্য শিরোপা জিততে চাই। ইতিহাদে প্রায় একঘণ্টা ১০ জন নিয়ে খেলেও বার্নলির ওপর ছড়ি ঘুরিয়েছে পেপ গার্ডিওলার দল ম্যানসিটি। তবে সিটির সামনে বার্নলি গোলরক্ষক টম হেটন বাধার প্রাচীর না হয়ে দাঁড়ালে জয়টা আরও বড় ব্যবধানে পেতে পারতো স্বাগতিকরা। আগের ম্যাচে লিভারপুলের কাছে হার মানা ম্যানসিটি প্রথম থেকেই চেপে ধরে বার্নলিকে। ম্যাচের প্রথমার্ধে কমপক্ষে চারটি গোল পেতে পারত সিটি। তবে প্রতিবারই স্টার্লিং-ব্রুইনদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে যান টম। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে ৩২ মিনিটে লালকার্ড দেখেন সিটির ফার্নান্ডিনহো। ১০ জনের দলে পরিণত হয়েও দমে যায়নি সিটি। বিরতির পর এসে প্রথম গোলের দেখা পায় গার্ডিওলার দল। ৫৮ মিনিটে ফরাসী ডিফেন্ডার গায়েল ক্লিসির গোলে এগিয়ে যায় সিটি। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন তারকা অ্যাগুয়েরো। ম্যাচের ৭০ মিনিটে বার্নলির হয়ে একটি গোল পরিশোধ করেন বিন মি।
×