ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ার্নার-রেনশ’র ব্যাটিং তাণ্ডব

প্রকাশিত: ০৬:৩৪, ৪ জানুয়ারি ২০১৭

ওয়ার্নার-রেনশ’র ব্যাটিং তাণ্ডব

স্পোর্টস রিপোর্টার ॥ ২-০তে পিছিয়ে থাকা সিরিজে ‘হোয়াইটওয়াশে’র লজ্জা এড়াতে ম্যাচটা পাকিস্তানকে জিততেই হবে। অথচ সিডনি টেস্টের প্রথমদিনই চোখে সর্ষে ফুল দেখছে মিসবাহ-উল হকের দল। দুই অসি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ম্যাট রেনশ’র ব্যাটিং তা-বে সফরকারী বোলাররা কার্যত দিশেহারা। লাঞ্চের আগেই সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন মারকাটারি ওয়ার্নার। আউট হওয়ার আগে উপহার দিয়েছেন ৯৫ বলে ১১৩ রানের ‘ড্যাশিং’ এক ইনিংস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে ১৬৭ রানে অপরাজিত তরুণ ওপেনার রেনশ’। দিন শেষে ৩ উইকেট হারিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৬৫ রান। টেস্ট ক্রিকেটের প্রায় ১৪০ বছরের ইতিহাসে মাত্র পঞ্চম ব্যাটসম্যান হিসেবে প্রথমদিন লাঞ্চের আগেই সেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। মজার বিষয়, আগের চারজনের তিনজনই অস্ট্রেলিয়ান। সর্বশেষ ১৯৭৬ সালে পাকিস্তানের মজিদ খান এমন কীর্তি গড়েছিলেন। ব্যাট হাতে সদ্য বিদায়ী ২০১৬ সালটা স্বপ্নের মতো কাটিয়েছেন, তুখোড় ওয়ার্নার নতুন বছরের শুরুটাও করলেন নিজের মতো। অস্ট্রেলিয়ার ভিক্টর ট্রাম্পার প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টের প্রথমদিন লাঞ্চের আগে সেঞ্চুরি করেছিলেন সেই ১৯০২ সালে। ওল্ডট্র্যাফোর্ডে প্রতিপক্ষ ছিল স্বাগতিক ইংল্যান্ড। ১৯২৬-এ তাকে অনুসরণ করেন আরেক অস্ট্রেলিয়ান চার্লস ম্যাকার্টনি, আর ১৯৩০ সালে স্যার ডন ব্র্যাডম্যান, দুইবারই ভেন্যু ছিল হেডিংলি, প্রতিপক্ষ ইংল্যান্ড। প্রথম এই তিনজনই অস্ট্রেলিয়ান। ৪৬ বছর পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে যুক্ত হন পাকিস্তানের মজিদ খান। এবার ৪০ বছরের ব্যবধানে ওয়ার্নার বিরল সেই অর্জনে নাম লেখালেন। মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সকালটা ছিল ওয়ার্নার-রেনশ’র ব্যাটিং দ্যুতিতে ভাস্বর। লাঞ্চের আগে সেঞ্চুরি পূরণের পথে ৭৮ বল মোকাবিলা করেন ওয়ার্নার। মারেন ১৭টি চার। ওয়াহাব রিয়াজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ৯৫ বলে খেলেন ১১৩ রানের ইনিংস। ৩২ ওভারেই ১৫১ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ওয়ার্নারের অবশ্য এরচেয়ে দ্রুত সেঞ্চুরির নজির আছে। ২০১২ সালে পার্থে ভারতের বিপক্ষে মাত্র ৬৯ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এ্যাডাম গিলক্রিস্টের (৫৭ বলে)। সর্বোপরি রেকর্ডটা সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামের (৫৪ বলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে)। সাদা পোশাকে ৫৪ ও ৫৬ বলে সেঞ্চুরি আছে গ্রেট ভিভ রিচার্ডস ও বর্তমান পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হকের। গেল বছরটা ওয়ার্নারের জন্য ছিল সোনায় মোড়ানো। টেস্ট-ওয়ানডে মিলিয়ে মোট ৯টি সেঞ্চুরি করেছিলেন, বছর শুরু করলেন আরও একটি ট্রিপল ফিগার দিয়ে। ক্যারিয়ারের ৬০তম টেস্টে ৩০ বছর বয়সী ওয়ার্নারের এটি ১৮তম সেঞ্চুরি। ওপেনিংয়ে তার নতুন সঙ্গী ২০ বছরের রেনশ’ ১৬৭ রানে অপরাজিত। ২৭৫ বলের ইনিংসে চার ১৮টি। ৪০ রান নিয়ে তার সঙ্গে আছেন আরেক নবীন পিটার হ্যান্ডসকম্ব। উসমান খাজা ১৩ ও অধিনায়ক স্টিভেন স্মিথ আউট হয়েছেন ২৪ রান করে। পাকিস্তানের হয়ে দুটি উইকেট নিয়েছেন পেসার ওয়াহাব রিয়াজ, অপরটি স্পিনার ইয়াসির শাহর। স্কোর ॥ অস্ট্রেলিয়া ১ম ইনিংস ৩৬৫/৩ (৮৮ ওভার; রেনশ’ ১৬৭*, ওয়ার্নার ১১৩, খাজা ১৩, স্মিথ ২৪, হ্যান্ডসকম ৪০*; আমির ০/৫৮, ইমরান ০/৮১, ওয়াহাব ২/৬৩, ইয়াসির ১/১৩২, আজহার ০/১৬, শফিক ০/১২)। ** প্রথমদিন শেষে
×