ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগদানের পরবর্তী জয় দিয়ে শুরু সেরেনার

প্রকাশিত: ০৬:৩৩, ৪ জানুয়ারি ২০১৭

বাগদানের পরবর্তী জয় দিয়ে শুরু সেরেনার

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের শেষভাগে বড় চমক দিয়েছেন সেরেনা উইলিয়ামস। চমকটা টেনিস কোর্টের নয়, এর বাইরের। সামাজিক যোগাযোগের মাধ্যম রেডিটের সহপ্রতিষ্ঠাতা এ্যালেক্সিস ওহানিয়ানের সঙ্গে আংটি বদল করেছেন। আর বাগদানের আংটি বদলের পর নতুন বছরটা শুরু করলেন দারুণ জয় দিয়ে। অকল্যান্ড ক্ল্যাসিকে ফ্রান্সের অবাছাই পাওলিন পার্মেন্টিয়ারকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে দেন তিনি। চার মাস কোর্টের বাইরে থাকার পর এটিই ছিল বর্তমান বিশ্বের দুই নম্বর যুক্তরাষ্ট্রের এ কৃষ্ণতারকার প্রথম জয়। মঙ্গলবার অকল্যান্ড ক্ল্যাসিকের দ্বিতীয়দিন ছিল বৃষ্টির বাগড়া। তবে বৃষ্টিতে ভেস্তে গেছে সেরেনার সহোদরা বড় বোন ও আসরের দুই নম্বর বাছাই ভেনাস উইলিয়ামসের ম্যাচ। তিন নম্বর বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি ও চার নম্বর বাছাই বারবোরা স্ট্রাইকোভা জিতে উঠে গেছেন দ্বিতীয় পর্বে। গত মৌসুমেও তিনটি গ্র্যান্ডসøাম জিতেছেন সেরেনা। কিন্তু এরপরও নেমে যেতে হয়েছে দুই নম্বরে। বিশেষ করে গত সেপ্টেম্বরে ইউএস ওপেনের ব্যর্থতাটা ছিল অপ্রত্যাশিত। সেমিফাইনালে ক্যারোলিনা পিসকোভার কাছে হেরে বিদায় নিয়েছিলেন। এরপর অকল্যান্ড ক্ল্যাসিকেই নেমেছেন আবার প্রতিযোগিতায়। কিন্তু এর মধ্যেই ঘটে গেছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা। ৩৫ বছর পেরনো সেরেনা অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। রেডিট ডট কমের সহপ্রতিষ্ঠাতা ওহানিয়ান তাকে বিয়ের প্রস্তাব দেয়ার পর সেটাতে সাড়া দেন সেরেনা। ইতোমধ্যেই বাগদানও হয়ে গেছে আংটি বদলের মাধ্যমে। ২০১৫ সাল থেকেই দুইজন প্রেমে মশগুল ছিলেন। তবে সেসব খুব বেশি ফলাওভাবে ছড়ায়নি। শুধু ইনস্টাগ্রামে কিছু ছবি প্রদর্শনের মধ্যেই ছিল সীমাবদ্ধ। কিন্তু শেষ পর্যন্ত ওহানিয়ানকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন দাপুটে টেনিস তারকা সেরেনা। এখনও ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ডসøাম জয়ের খোঁজে আছেন তিনি। তাহলেই ছাড়িয়ে যাবেন জার্মানির স্টেফিগ্রাফের ২২ গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ড। অস্ট্রেলিয়ান ওপেন চলতি মাসের শেষদিকে। এর আগে ওয়ার্মআপ টুর্নামেন্ট হিসেবে এ মার্কিন তারকা বেছে নিয়েছেন অকল্যান্ড ক্ল্যাসিক। সোমবার বৃষ্টির কারণে ভেসে গেছে প্রথমদিনের খেলা। মঙ্গলবারও ঝড়ো আবহাওয়া ও বৃষ্টির কারণে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। তীব্র বাতাসের মধ্যে কোর্টে নেমেও ঠিকভাবে নিজেকে মেলে ধরতে বেশ সংগ্রাম করতে হয়েছে সেরেনাকে। প্রথম সার্ভে মাত্র ৪৮ ভাগ সাকসেস রেট ও চারটি ডাবল ফল্ট করেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য ৮টি এসেস নিয়ে জয়ের পর সেরেনা বলেন, ‘আমি অবশ্যই কিছুটা অস্বস্তিবোধ করেছি। বাতাসের মধ্যে খেলাটা অবশ্যই কোন মজার ব্যাপার নয়। দুর্ভাগ্যজনকভাবে আমার ব্যাপারে অনেক বড় একটা লক্ষ্য অর্জনের বিষয় আছেÑ সেটা হচ্ছে গ্র্যান্ডসøাম জেতা। অবশ্যই সেটা আমি করতে চাই। কিন্তু সেটার জন্য এ ধরনের টুর্নামেন্টগুলোও জিততে হবে কিংবা ভাল করতে হবে।’ দুই নম্বর বাছাই ভেনাস অবশ্য ম্যাচ শেষ করতে পারেননি বৃষ্টির কারণে। নিউজিল্যান্ডের জেড লুইসের সঙ্গে ২-২ সমতায় আছে প্রথম সেট। তবে তিন নম্বর বাছাই ওজনিয়াকি ৬-১, ৬-০ সেটে যুক্তরাষ্ট্রের নিকোল গিবস ও চার নম্বর বাছাই স্ট্রাইকোভা ৬-৪, ৬-৩ সেটে বারবোরা স্টেফকোভাকে হারিয়ে দিয়েছেন। তবে ৫ নম্বর বাছাই হল্যান্ডের কিকি বার্টেন্স বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের লরেন ডেভিসের কাছে ৭-৬ (৭-৩) ও ৬-৪ সেটে হেরে। জিতেছেন বেলজিয়ামের ইয়ানিনা উইকমেয়ার, ক্রোয়েশিয়ার মিরজানা লুসিচ বারোনি, জাপানের নাওমি ওসাকা, যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ব্রিঙ্গল ও ভারভারা লেপচেঙ্কো এবং ৭ নম্বর বাছাই লাটভিয়ার জেলেনা অস্টাপেঙ্কো।
×