ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:২৯, ৪ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, ফেনী, ৩ জানুয়ারি ॥ মুহুরী প্রজেক্ট এলাকায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে মৎস্যচাষী ও আমিরাবাদ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিনের (ছাট জামাল) সঞ্চালনায় বক্তব্য রাখেন- সোনাগাজী পৌরসভার মেয়র এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ফেনী মুহুরী প্রজেক্ট এলাকায় স্থানীয় সাংসদ রহিম উল্লাহর লোকজন দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করে আসছে। এতে পার্শ¦বর্তী এলাকায় ভয়াবহ নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি ও মাছের ঘের। অনতিবিলম্বে তারা প্রশাসনকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার দাবি জানান। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩ জানুয়ারি ॥ আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে প্রভাবশালীদের দেয়া পাঁচ হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার আশুলিয়ার সাধুপাড়া এলাকা থেকে পাড়াগ্রাম পর্যন্ত সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে তিতাসের অর্ধশতাধিক শ্রমিকের একটি দল অংশ নেয়। জানা গেছে, বছরখানেক আগে সাধুপাড়া ও পাড়াগ্রাম এলাকায় ৩০-৪০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় স্থানীয় প্রভাবশালী একটি চক্র। এদিন সকাল থেকে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকার প্রায় পাঁচ হাজার পরিবারের মধ্যে দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। তিতাস ওই এলাকায় গ্যাস বন্ধ করে একটি পয়েন্টে মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়। অভিযানের সময় মূল সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহার করা রাইজারগুলোও খুলে নেয়া হয়। মন্দির ভাংচুর মামলায় গ্রেফতার ৪ সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ৩ জানুয়ারি ॥ মাধবপুর উপজেলায় আদাঐর ইউনিয়নের খিলগাঁও গ্রামে মন্দির ও হিন্দু বাড়িঘরে হামলা ও লুটপাটের মামলায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলোÑ নজরপুর গ্রামের আব্দুস সামাদ, একই গ্রামের ফখরুল ইসলাম, আব্দুর রহিম এবং খিলগাঁও গ্রামের জুলমত খান। পুলিশ জানায়, নাসিরনগরের ঘটনাকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর রাতে একদল উচ্ছৃঙ্খল জনতা খিলগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের মন্দির-বাড়িঘরে হামলা ও ভাংচুর করে বিভিন্ন জিনিসপত্র লুট করে নেয়। খাল উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোড়েলগঞ্জে কৃষি উন্নয়নের স্বার্থে পানি সরবরাহের জন্য শুভরাজ খাল উন্মুক্ত রাখা ও সøুুইসগেট নির্মাণের দাবিতে স্থানীয় কৃষকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার দেবরাজ বাজারে কৃষকরা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেনÑ কৃষক আলী আকবর তালুকদার, নজির জোমাদ্দার, সরোয়ার জোমাদ্দার, জমির মালিক রফিকুল ইসলাম, ইমান জোমাদ্দার, সোহেল হাওলাদার প্রমুখ। বক্তারা বলেন, মোড়েলগঞ্জ উপজেলার অবহেলিত এলাকা হিসেবে পরিচিত মিত্রডাঙ্গা, দেবরাজ ও কুমারীজোলা মৌজায় পাঁচ সহস্রাধিক কৃষক কৃষিকাজের ওপর নির্ভরশীল। তাদের আয়ের আর কোন উৎস নেই। এ এলাকার একমাত্র পানি সরবারহের শুভরাজ খালটিতে বাঁধ দেয়া হলে কৃষকরা পানির অভাবে ফসলাদি উৎপাদন করতে পারবেন না এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ফলে দুর্ভোগের সৃষ্টি হবে। তাই খালে বাঁধ দেয়ার আগে সøুইসগেট নির্মাল অবশ্যই দরকার। ভৈরব তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ভৈরব নদের তীরবর্তী চরগ্রাম এলাকায় খাস জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাদ্দাম হোসেন জানান, সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চরগ্রামে ভৈরব নদের জেগে ওঠা চরের ২৩ শতক খাস জমি ২০০১ সালে ভূমিহীদের নামে বরাদ্দ দেয়া হয়। কিন্তু বরাদ্দকৃত ওই জমি আগে থেকে বেদখল থাকায় ভূমিহীনরা দখলে যেতে পারেনি। ২০১৫ সালে কেরামত আলী নামে জমি বরাদ্দ পাওয়া এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন সদর উপজেলা ভূমি অফিসকে বিষয়টি তদন্ত করতে নির্দেশ দেয়। তদন্ত প্রতিবেদন পেয়ে জেলা প্রশাসক খাস জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা অপসারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিনকে নির্দেশ দেন। নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে এক কারখানার নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে মাটিতে পড়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। তার নাম আরিজুল ইসলাম। তার বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আহসান নিট কম্পোজিট কারখানার একটি ভবনের নির্মাণকাজ চলছে। ওই ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় অসতর্কতার কারণে সোমবার সন্ধ্যায় হক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের ঠিকাদারি প্রতিষ্ঠাণের শ্রমিক আরিজুল মাটিতে পড়ে যান। আড়াই লাখ টাকা ছিনতাই নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩ জানুয়ারি ॥ আশুলিয়ার রুস্তমপুর এলাকায় সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা ব্যবসায়ী বংশী ও তার ছোট ভাই হারু সাহাকে পিটিয়ে আহত করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। জানা গেছে, ওদিন রাতে তারা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ শেষে বাড়ি ফেরার সময় পথিমধ্যে ৭-৮ জন দুর্বৃত্ত তাদের আটকে প্রথমে মারধর করে। পরে তাদের সঙ্গে থাকা আড়াই লাখ টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। চট্টগ্রামে তিন ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর কোতোয়ালি থানাধীন স্টেশন রোড এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। জানা গেছে, মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে সোমবার রাতে কোতোয়ালি থানাধীন চট্টগ্রাম নতুন রেল স্টেশন এলাকার কদমতলী রেলস্টেশন (নতুন) সিএনজি স্ট্যান্ডের পশ্চিমাংশে অভিযান চালায় পুলিশ। পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত এর বাউন্ডারি ওয়ালের পাশে তিন ডাকাত অপেক্ষা করছিল। গ্রেফতারকৃতরা হলো- রুবেল প্রকাশ চাকমা রুবেল, রনি ও মনির হোসেন প্রকাশ হেরোইন্সি মনির। পিতা-পুত্রকে পিটিয়ে আহত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ তাস খেলায় বাধা দেয়ায় জেলার আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামে পিতা ও পুত্রকে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের কাসেম মোল্লার পুত্র জামাল মোল্লা, কামাল হোসেনসহ তাদের সহযোগীরা সুজনকাঠী দরগাবাড়ি মসজিদ সংলগ্ন দোকানের সামনে সোমবার রাতে তাস খেলছিল। এ সময় একই এলাকার শহীদ মোল্লার পুত্র বিএম কলেজের ছাত্র আমিনুল ইসলাম রনি তাস খেলায় বাঁধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিত-ার এক পর্যায়ে আমিনুলকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীদের বাধা দিতে এগিয়ে আসলে আমিনুলের পিতা শহীদ মোল্লাকেও পিটিয়ে আহত করে জামাল ও কামাল। শহীদ মিনার পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার চিহ্ন সংবলিত যে শহীদ মিনার গুড়িয়ে দেয়া হয় তা পুনঃনির্মাণের জোরালো দাবি উঠেছে। সর্বস্তরের মানুষের সমন্ময়ে গঠিত নাগরিক জোট মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ করেছে। গত শতকের ৮০’র দশকে বগুড়ার কৃতিশিল্পী খন্দকার আমিনুল করিম দুলালের নক্সায় পৌরসভার অনুমোদনে শহীদ খোকন পার্কের ডান কোণায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার শহীদ মিনার নির্মিত হয়। যে শহীদ মিনার ছিল মুক্তিযুদ্ধের চেতনায় বগুড়ার গৌরব। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর তৎকালীন ক্ষমতাধর ব্যক্তি তারেক রহমানের নির্দেশে সেই শহীদ মিনার ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। তার বদলে শহীদ খোকন পার্কের ভেতরে এক কোণায় যে শহীদ মিনার নির্মিত হয় তা বগুড়ার সুধীজন মেনে নেয়নি। ইয়াবা তৈরির কারখানা জব্দ ॥ গ্রেফতার ৩ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩ জানুয়ারি ॥ নগরীর ১নং বাবুরাইল এলকায় ইয়াবা তৈরির কারখানা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে ওই কারখানায় তৈরি বেশ কিছু ইয়াবা, ইয়াবা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও মেশিনসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল নগরীর ১নং বাবুরাইল এলাকায় আমজাদ হোসেন বাদলের বাড়িতে অভিযান চালায়। এ সময় গোয়েন্দা পুলিশ ওই বাড়িতে তল্লাশি করে নিচতলার একটি রুমে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায়। ওই রুম থেকে ২৫০ পিস ইয়াবা ও ইয়াবা তৈরির বিপুল পরিমাণ উপকরণ, ডিভাইস এবং মেশিনপত্রসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে তারা। হলমার্ক কেলেঙ্কারির আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৩ জানুয়ারি ॥ আলোচিত হলমার্ক কেলেঙ্কারির হোতাদের একজন ঢাকা সোনালী ব্যাংক প্রধান শাখার এজিএম বর্তমানে বরখাস্তকৃত কামরুল ইসলাম খানকে (৫০) মতলব থানা পুলিশ আটক করেছে। মতলব দক্ষিণ থানার ওসি তদন্ত সহিদুল হক গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় চাঁদপুরের মতলব দক্ষিণের ঘোড়াদারি গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। জানা যায়, কামরুল ইসলাম খান ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ১৯টি মামলার রমনা থানার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ১২ দিনেও জ্ঞান ফেরেনি নির্যাতিত ছাত্রীর নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৩ জানুয়ারি ॥ কালাইয়ের স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যা চেষ্টাকারীদের সঙ্গে প্রকৃত জড়িত কারা তা পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি। তবে এই ঘটনায় জড়িত সন্দেহে দুই দফায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পুলিশ কিছু তথ্য পেয়েছে বললেও ঘটনার রহস্য এখনও উদঘাটন হয়নি। ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িত কারা তা উদঘাটন না হওয়ায় এলাকায় ক্ষোভ বাড়ছে। এদিকে স্কুল ছাত্রী নির্যাতনের এই ঘটনার প্রতিবাদে কালাই উপজেরা শিক্ষক সমিতির ডাকে মঙ্গলবার এক বিক্ষোভ সমাবেশের কর্মসূচী থাকলেও তা বাতিল করায় বিভিন্ন কথা জনমনে শুরু হয়েছে। সিরাজদিখানে ধাওয়া পাল্টাধাওয়া স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে আলেক চান মুন্সী ও নুর বাউল সমর্থকদের মধ্যে এ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। কোটি টাকার শাড়ি জব্দ নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৩ জানুয়ারি ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাটে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের অবৈধ পথে আসা প্রায় ২ হাজার ২শ’ পিস ভারতীয় শাড়ি কাপড় আটক করেছে। জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী জানান, ভারত থেকে অবৈধ পথে বিপুল পরিমাণ শাড়ি কাপড় আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কাপড় বোঝায়সহ মালিকবিহীন একটি মিনি ট্রাক আটক করা হয়। সাত মাদক বিক্রেতা আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ র‌্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা-মদসহ ৭ মাদক বিক্রতাকে আটক করেছে। সোমবার রাতে কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে র‌্যাব সদস্যরা এক হাজার ২০ ইয়াবাসহ লারপাড়ার আবদুল সাত্তারের পুত্র মফিজ উদ্দিনকে আটক করেছে। অপরদিকে সদর থানা পুলিশ একই রাতে শহরের বড় বাজার রাখাইন পাড়ায় অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাই মদসহ কলাতলীর সাদ্দাম হোসেন, দক্ষিণ তারাবনিয়ারছড়ার আতিকুর রহমান, শাহপরীরদ্বীপের আব্দুল্লাহ, মহেশখালী দলিয়াপাড়ার মমতাজের পুত্র আব্দুস ছবুর, দক্ষিণ কলাতলীর আব্দুর রহিমের পুত্র ইউনুছ ও মৃত আমির হামজার পুত্র আবছারকে আটক করেছে।
×