ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ৪ নারী ও পাঁচ শীর্ষ জেএমবি নেতার বিচার শুরু

প্রকাশিত: ০৬:২৮, ৪ জানুয়ারি ২০১৭

সিরাজগঞ্জে ৪ নারী ও পাঁচ শীর্ষ জেএমবি নেতার বিচার শুরু

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) আটক সদস্যদের বিচার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ জাফরোল হাসানের আদালতে ৪ নারী জেএমবি এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. ইমান আলীর আদালতে জেএমবির শীর্ষ ৫ নেতার উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ করে আদালত। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আব্দুর রহমান এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সিরাজুল হক ও ইব্রাহীম খলিল ইমন এ তথ্য জানান। ২০১৬ সালের ২৩ জুলাই সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লা থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, ককটেল ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদিসহ জেএমবির নাদিরা খাতুন তাবাসসুম (৩০), হাবিবা আক্তার মিশু রুনা বেগম ও রোমানা আক্তার এই ৪ নারী সদস্যকে আটক করে সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ। অপর দিকে ২০১৪ সালের ৩১ অক্টোবর বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম পাড়ের সদর উপজেলার সয়দাবাদে শহীদ এম মনসুর আলী স্টেশন থেকে নিষিদ্ধ ঘোষিত জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান সমন্বয়ক আব্দুল নুর, এহসার সদস্য নুরুজ্জামান আরিফ, গায়েবে এহসার সদস্য আবুল কালাম আজাদ, ফারুক আহম্মেদ ও নুর ইসলাম সাগর। এই ৫ শীর্ষ নেতাকে আটক করে র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৪৯টি প্রাইমারী ডেটোনেটর, ৪৫টি বোতাম টাইম সার্কিট, ১০ কেজি পাওয়ার জেল, বিভিন্ন প্রকার ১৫৫টি সার্কিটসহ বিপুল পরিমাণ জিহাদী বই ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। সোনারগাঁয়ে আওয়ামী লীগ অফিসে হামলা ॥ বঙ্গবন্ধুর ছবি ভাংচুর নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩ জানুয়ারি ॥ সোনারগাঁও পৌরসভার গোয়ালদী খাঁনবাজার আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করেছে। এ সময় হামলার ঘটনায় ১০ নেতাকর্মী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, সোমবার রাতে উপজেলার পৌরসভার গোয়ালদী খাঁনবাজারে আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসে অবস্থান করছিল। এ সময় টিপরদী এলাকার বাপ্পী ও শাহজালানের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ রামদা, লোহার রড, লাঠি, হকিষ্টিক নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় অফিসে থাকা লিটন মিয়া, দিলু মিয়া, শামীম মোল্লা, আলম মিয়া, তাওলাদ ও ইসমাইলসহ ১০ জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। এ সময় সন্ত্রাসীরা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, চেয়ার ও টেবিল ভাংচুর করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে কি কারণে হামলা ও ভাংচুর করেছে তা তাৎক্ষণিক জানাতে পারিনি স্থানীয়রা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
×