ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিযবুত কমান্ডারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে চার্জশীট

প্রকাশিত: ০৬:২৭, ৪ জানুয়ারি ২০১৭

হিযবুত কমান্ডারসহ ৮ জনের বিরুদ্ধে যশোরে চার্জশীট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ হিযবুত তাহরীরের কথিত আঞ্চলিক কমান্ডার তানজিব আহম্মেদ ওরফে আশরাফুলসহ ৮ জনকে অভিযুক্ত করে চার্জশীট দিয়েছে ডিবি পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় শহরের ধর্মতলার আব্দুস সালামকে মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়েছে চার্জশীটে। তদন্ত শেষে মঙ্গলবার আদালতে এ চার্জশীট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শরিফুল ইসলাম। অভিযুক্তরা হলেন- শহরের পুরনো কসবার শহীদ মসিয়ূর রহমান সড়কের মিসর প্রবাসী আব্দুল আজিজের ছেলে হিযবুত তাহরীরের কথিত আঞ্চলিক কমান্ডার তানজিব আহমেদ ওরফে আশরাফুল, মেয়ে মাছুমা আক্তার, মাকছুদা খাতুন, ধর্মতলার আব্দুস সালামের ছেলে রায়হান ওরফে রায়হান আহম্মেদ, আরবপুরের সমতা স্কুলের পাশে শেখ মঞ্জিলের বাসিন্দা ইব্রাহিম খলিলের স্ত্রী তানজিল তামান্না আশা, অভয়নগর উপজেলার বনগ্রামের ইয়াকুব আলীর ছেলে আতাউর রহমান, ঢাকার কল্যাণপুর এলাকার মৃত ইহসান খানের ছেলে অভিযুক্ত মাকছুদা খাতুনের স্বামী শাকিল আহম্মেদ ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলিশা গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে অভিযুক্ত মাছুমা আক্তারের স্বামী নাজমুল হাসান। মামলার অভিযোগে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর জঙ্গী সংগঠন হিযবুত তাহরীর নেতারা ‘খিলাফত আসন্ন’ উল্লেখ করে অনলাইনে সংবাদ সম্মেলন করে। এরই সূত্র ধরে গভীর রাতে পুলিশ যশোর শহরের পুরনো কসবা থেকে আঞ্চলিক কমান্ডার তানজিব আহমেদ ও আশরাফুলকে আটক করে। বাংলাদেশ ভার্সিটিতে ওপেনিং কনভকেশন সোমবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্-এর ২০১৭ শিক্ষাবর্ষের ওপেনিং কনভকেশন এ্যান্ড ফ্রেশার্স রিসেপশন-২০১৭ মিরপুর সেনানিবাসের বিইউপি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল সালাহ্ উদ্দিন মিয়াজী, আরসিডিএস, পিএসসি প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রত্যেক অনুষদের নির্ধারিত প্রতিনিধি নিজস্ব পতাকা বহন করেন এবং অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানগণ ও শিক্ষকবৃন্দ পতাকাবহরের মাধ্যমে তাদের আসন গ্রহণ করেন। জাতীয় সঙ্গীত ও কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোহাম্মদ ইব্রাহীম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি স্বাগত বক্তব্য প্রদান করেন। -বিজ্ঞপ্তি
×