ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চবিতে ছাত্রলীগ নেতা দিয়াজের মৃত্যু

তদন্ত কর্মকর্তার পরিবর্তন আসছে ॥ ফের যাবে চিকিৎসক দল

প্রকাশিত: ০৬:২৭, ৪ জানুয়ারি ২০১৭

তদন্ত কর্মকর্তার পরিবর্তন আসছে ॥ ফের যাবে চিকিৎসক দল

চবি সংবাদদাতা ॥ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় পুনঃময়নাতদন্ত প্রতিবেদন পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আরও সাক্ষাতকার গ্রহণ বাকি থাকায় এবং ল্যাব ইনভেস্টিগেশনের রিপোর্ট না পাওয়ায় এই বিলম্ব ঘটবে বলে জানা গেছে। পুনঃময়নাতদন্তের দায়িত্বে থাকা চিকিৎসক দল পুনরায় চট্টগ্রাম সফর করবেন। এ সময় তারা আরও কয়েকজনের সাক্ষাতকার গ্রহণ করবেন বলেও জানা গেছে। এদিকে দিয়াজের মৃত্যুতে আদালতে দায়েরকৃত মামলার তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তার পরিবর্তন আসছে। বর্তমানে তদন্তের দায়িত্বে থাকা সিআইডির চট্টগ্রাম জোনের এএসপি অহিদুর রহমানের বদলি হওয়ায় নতুন কাউকে এ দায়িত্ব দেয়া হবে। তবে এক্ষেত্রে সিআইডির আরেক এএসপি হুমায়ুন কবির সরকার দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে। দু-একদিনের মধ্যেই হুমায়ুন কবির সরকার দায়িত্ব নিতে পারেন। মঙ্গলবার দিয়াজের ময়নাতদন্তের সর্বশেষ আপডেট জানতে যোগাযোগ করা হলে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ সোহলে মাহমুদ জনকণ্ঠকে জানান, আমাদের আরও কিছু কাজ বাকি আছে। আমরা গত ১ জানুয়ারি চট্টগ্রামে যাই। তখন আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, এএসপি, হাটহাজারী থানার ওসির (তদন্ত) সঙ্গে কথা বলতে পারিনি। তারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। তাই তাদের সঙ্গে কথা বলতে আমাদের পুনরায় চট্টগ্রাম যেতে হবে। এদিকে দিয়াজের মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন আসছে। যোগাযোগ করা হলে বর্তমান তদন্তের দায়িত্বে থাকা সিআইডির চট্টগ্রাম জোনের এএসপি অহিদুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তখন মামলা আগাবে। কিন্তু আমার বদলি হওয়ায় তদন্তের জন্য নতুন কাউকে দায়িত্ব দেয়া হবে। আগামী দু-একদিনের মধ্যেই নতুন কেউ দায়িত্ব নেবেন। তবে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে এএসপি হুমায়ুন কবির সরকার দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে। এক্সিম ব্যাংক কৃষি ভার্সিটিতে নতুন তিন প্রোগ্রাম গত ২৯ ডিসেম্বর এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান বিশ্ববিদ্যালয়ের নতুন তিনটি প্রোগ্রাম- এমবিএ, ইএমবিএ ও এমবিএম (মাস্টার অব ব্যাংক ম্যানেজমেন্ট) ইউজিসির অনুমোদন লাভের ঘোষণা প্রদান করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার গুণগত মান সমুন্নত রেখে ভবিষ্যতে আরও বিভিন্ন প্রোগ্রামের জন্য ইউজিসি থেকে অনুমোদন লাভের পদক্ষেপ নেয়া হয়েছে। ইতোমধ্যে, উক্ত তিনটি প্রোগ্রামের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। -বিজ্ঞপ্তি
×