ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষকের বেত্রাঘাতে শিশু হাসপাতালে

প্রকাশিত: ০৬:২৭, ৪ জানুয়ারি ২০১৭

শিক্ষকের বেত্রাঘাতে শিশু হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩ জানুয়ারি ॥ মাদ্রাসা শিক্ষকের বেত্রাঘাতে আহত হয়ে এক শিশু শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম উলুয়াটি হাফিজিয়া মাদ্রাসায় ঘটেছে এমন ঘটনা। আহত শিক্ষার্থীর নাম আরাফাত হোসেন (৬)। সে পূর্বধলা উপজেলার সুজাতপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এ ব্যাপারে শিশুটির মা জুলেখা বেগম থানায় অভিযোগ করেছেন। জানা গেছে, পশ্চিম উলুয়াটি হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসেন ওই মাদ্রাসারই ছাত্রাবাসে থাকত। শিশুটি প্রায়ই ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে দিত। এ কারণে মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলাম প্রায়ই তাকে শারীরিক শাস্তি দিতেন। গত বুধবারও বিছানায় প্রস্রাব করার কারণে শিক্ষক শফিকুল ইসলাম শিশুটিকে বাঁশের কঞ্চি দিয়ে প্রচ- বেত্রাঘাত করেন। এতে তার শরীরের বিভিন্ন অংশ কেটে যায় এবং পায়ে, পিঠে ও বুকে ক্ষত হয়। একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পরে। খবর পেয়ে অভিভাবকরা শিশুটিকে নিয়ে গিয়ে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোঃ হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, শিশুটিকে নির্মমভাবে পেটানো হয়েছে। তবে সে এখন আশঙ্কামুক্ত। কিশোরী ধর্ষণের শিকার নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৩ জানুয়ারি ॥ সদর উপজেলার ভাদগাঁও গ্রামে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। গত ২৫ ডিসেম্বর রাত সাড়ে সাতটায় বাড়ির পার্শ্ববর্তী ফসলী জমিতে ঘটনাটি ঘটে। এলাকার মনাই ও আব্দুল ওয়াহিদ থাকে ধর্ষণ করেছে। সন্ধ্যা মা’র সঙ্গে ঘরের বাইরে রান্না করছিল। এ সময় ভাদগাঁও গ্রামের আদালত মিয়ার ছেলে মনাই ও ছখাই মিয়ার ছেলে আব্দুল ওয়াহিদ আমার পরনের ওড়না দিয়ে মুখবন্ধ করে ও চোখ বেঁধে বাড়ির পার্শ্ববর্তী জমিতে নিয়ে ধর্ষণ করে। এ সময় সে চিৎকার দিলে তারা পালিয়ে যায়।
×