ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশিত: ০৬:২৬, ৪ জানুয়ারি ২০১৭

মুন্সীগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে শিক্ষকের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ছাত্রীর বাবা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর রবিবার লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে গত ২১ ডিসেম্বর উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরিদ সরকারের বাসায়। ফরিদ সরকার কুমিল্লা জেলার মুরাদনগর থানার মুরাদনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে। অভিযোগের দুই দিন পার হলেও কোন বিচার না পেয়ে এখন হতাশ পরিবারটি। ওই ছাত্রীর পিতা জানান, শিক্ষক ফরিদ সরকার গত ১১ দিন আগে বার্ষিক পরীক্ষার খাতা দেখার কথা বলে তার বাসায় আমার মেয়েকে ডেকে নেয়। ঘরে প্রবেশ করলে দরজা আটকিয়ে শ্লীলতাহানি করে। বাসায় ফিরে ওর দাদিকে ঘটনাটি বলে। মান সম্মানের কথা চিন্তা করে প্রথমে কাউকে জানাতে চাইনি। আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে আমি লিখিতভাবে প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষের মাধ্যমে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নাজমুল আলম খানকে জানাই। তারা দুইদিনেও ওই শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ জানান, ফরিদ সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি। এখন লিখিতভাবে পেলাম, কমিটিকে জানিয়েছি। জরুরী মিটিং করে ব্যবস্থা নেয়া হবে। বিদ্যালয়ের সভাপতি নাজমুল আলম খান জানান, আমি ঘটনাটি শুনেছি, মেয়েটির বাবা লিখিত অভিযোগ করেছেন। আমি অসুস্থ, এ সপ্তাহের মধ্যেই জরুরী সভা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক ফরিদ সরকার জানান, আমার সঙ্গে এমন কোন ঘটনা ঘটেনি। পঞ্চগড়ে বৃষ্টি ও শীতে জনজীবন বিপর্যস্ত স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ দিনভর গুঁড়ি-গুঁড়ি বৃষ্টিতে পঞ্চগড়ের জনজীবন ছিল স্থবির। বৃষ্টি আর শীতে মঙ্গলবার লোকজন গৃহবন্দী হয়ে পড়ে। গত কয়েকদিন এ জেলায় শীতের প্রকোপ তেমনটা না থাকলেও বুধবার সকাল থেকে শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দুপুর ১২টার পর কিছুক্ষণের জন্য সূর্যের মুখ দেখা গেলেও পরে মেঘে ঢাকা পড়ে আকাশ। বৃষ্টির সঙ্গে বাতাসে গরিব-দুঃখী ছিন্নমূল মানুষের দুর্ভোগ বাড়িয়ে দেয়। গরম কাপড়ের অভাবে জেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষ পুরনো কাপড়, চট-বস্তা দিয়ে আবার অনেকে খড়কুটো জ্বালিয়ে পুনরায় শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে। গরম ও শীতের সংমিশ্রণে হঠাৎ নানান রোগ দেখা দিয়েছে। শিশু ও বৃদ্ধদের সর্দি, জ্বর, হাঁপানি, কাশি, নিউমোনিয়া, চর্মরোগ দেখা দিয়েছে।
×