ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভৈরবে মাদক বিক্রি নিয়ে ঝগড়া ॥ স্বামীর আঘাতে স্ত্রী খুন

প্রকাশিত: ০৬:২৬, ৪ জানুয়ারি ২০১৭

ভৈরবে মাদক বিক্রি নিয়ে ঝগড়া ॥ স্বামীর আঘাতে স্ত্রী খুন

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ৩ জানুয়ারি ॥ সোমবার রাতে ভৈরবের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে সাহারা বেগম (২৮) নামে এক গৃহবধূ খুন হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, পঞ্চবটি পুকুরপাড় এলাকার গাঞ্জার আলী মিয়ার ছেলে মুসা মিয়া এলাকার চিহ্নিত ইয়াবা বিক্রেতা। সে কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে আবার মাদক বিক্রি শুরু করে। এ নিয়ে স্ত্রী সাহারা বেগমের সঙ্গে প্রায় ঝগড়া-বিবাধ লেগে থাকে। সোমবার রাতে মুসা তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ঘটনার পর স্বামী মুসা পালিয়ে যায়। রংপুরে যৌতুকের জন্য গৃহবধূ নিজস্ব সংবাদদাতা, রংপুর, থেকে জানান, রংপুরের মাহিগঞ্জে যৌতুকের দাবি মেটাতে না পারায় রোকসানা আক্তার আইরিন (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বখাটে স্বামীর বিরুদ্ধে। সোমবার রাত ১টার দিকে মাহিগঞ্জের দেওয়ানটুলী এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে। আইরিন মাহিগঞ্জের কসাইটুলি এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে। পুলিশ মঙ্গলবার সকালে স্বামীর বাড়ি থেকে আইরিনের মরদেহ উদ্ধার করেছে। নিহত আইরিনের চাচা ওসমান গনি জানান, তিন বছর আগে দেওয়ানটুলি এলাকার মৃত শাজাহানের ছেলে শরীফের সঙ্গে বিয়ে হয় আইরিনের। সে সময় যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এর পরে শরীফকে বিভিন্ন সময়ে আরও ২০ হাজার টাকা যৌতুক দেয়া হয়। কিন্তু শরিফ জুয়া খেলে ও মাদকসেবন করে টাকা শেষ করে ফেলে। আবারও ৫০ হাজার টাকার জন্য নানাভাবে আইরিনকে চাপ দিলে টাকা দিতে অস্বীকৃতি জানায় সে। একপর্যায়ে ঘটনার দিন সোমবার রাতে এ নিয়ে বাগ্বিত-ার পর আইরিনকে বেধড়ক পিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায় আইরিন। ট্রাক চাপায় রংপুরে নারী নিহত নিজস্ব সংবাদদাতা, রংপুর থেকে জানান, রংপুর মহানগরের শাপলা চত্বরে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মাহমুদা (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শাপলা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। মাহমুদা শহরের আলমনগর কলোনি এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে। স্থানীয়রা জানান, নিহত ওই নারী শাপলা চত্বরে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা ঘাতক ট্রাক ও তার সহকারীকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ভালুকায় ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ ফোর লেন সড়কের কলেজ এলাকায় মঙ্গলবার ভোরে ময়মনসিংহগামী নাম্বারবিহীন পিকআপ ও ঢাকাগামী ট্রাকের সংঘর্ষে পান ব্যবসায়ী হাতেম আলী (৬৫) নিহত হন। নিহত হাতেম আলী ময়মনসিংহের ধোবাউরা উপজেলার গাছুয়াপাড়া গ্রামের মৃত হারিফ সেকের ছেলে।
×