ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় বিক্ষোভ

গ্রাহকের টাকা হাতিয়ে পালিয়েছে বীমা প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৬:২৫, ৪ জানুয়ারি ২০১৭

গ্রাহকের টাকা হাতিয়ে পালিয়েছে বীমা প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ গ্রাহকদের বিনিয়োগকরা অর্ধ কোটি টাকা আত্মসাত করে পালিয়ে গেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নামের একটি বেসরকারী বীমা প্রতিষ্ঠান। মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল স্মরণীর হাসিনা ভিলায় তাদের ভাড়া করা অফিসে যেয়ে কোন কর্মকর্তা-কর্মচারীকে না পেয়ে গ্রাহকরা বিক্ষোভ করতে থাকেন। অনেকে অফিসের আসবাবপত্র নিয়ে চলেও গেছেন। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ডিভিশনাল কোঅর্ডিনেটর রেহেনা পারভীন জানান, মাসিক ২০ হাজার চারশ’ টাকা বেতন দেয়ার কথা বলে তাকে চাকরি দেন এই কোম্পানির এমডি আব্দুল ওহাব দুলাল। একই সঙ্গে নগদ ২৪ হাজার টাকার একটি পলিসিও খোলেন তিনি। জীবনের বেকারত্ব ঘোচাতে অনেক কষ্ট করে সেখানে টাকা ইনভেস্ট করেন পারভীন। এক মাস চাকরি করলেও কোন বেতন পায়নি সে। মঙ্গলবার সকালে এসে জেসমিন দেখতে পান এমডি আব্দুল ওহাব দুলাল, এএমডি রিতা আক্তারসহ এই জেলার বাইরে থেকে যারা এখানে চাকরি করতেন তারা সবাই পালিয়ে গেছেন। গ্রাহকরা কাউকে না পেয়ে এ সময় বিক্ষোভ করতে থাকেন। এ সময় অনেক গ্রাহকরা অফিসের চেয়ার, টেবিলসহ বিভিন্ন ফার্নিচার নিয়ে চলে যান। গ্রাহকরা এ সময় এমডি আব্দুল ওহাব দুলাল, এএমডি রিতা আক্তারসহ এই অর্থআত্মসাতের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের শাস্তির দাবি জানান। এ ব্যাপারে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এমডি আব্দুল ওহাব দুলালের ব্যবহৃত মোবাইল নাম্বারে বার বার ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। বকেয়া বেতনের দাবিতে বিসিসিতে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নিয়মিত ও অনিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে কর্মকর্তা-কর্মচারীরা। এক পর্যায়ে বিক্ষুব্ধরা প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে অবস্থান নেয়। পরে প্রধান নির্বাহী কর্মকর্তার আশ্বাসের ভিত্তিতে বিক্ষোভ কর্মসূচী স্থগিত করা হয়। বিক্ষুব্ধরা জানান, গত জুলাই মাস থেকে অদ্যাবধি নিয়মিত প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে। এছাড়া অনিয়মিত (ডেইলি বেসিস) আরও পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারীদের গত দুই মাস ধরে বেতন বকেয়া রয়েছে। এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওহেদুজ্জামান জানান, মেয়রের সঙ্গে আলোচনা করে অন্তত ২-১ মাসের বকেয়া আগামী সপ্তাহের মধ্যে দেয়ার জন্য তিনি সর্বাত্মকভাবে চেষ্টা করবেন।
×