ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাশিয়ানীতে অবৈধ ইটভাঁটি ॥ হুমকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত: ০৬:২৫, ৪ জানুয়ারি ২০১৭

কাশিয়ানীতে অবৈধ ইটভাঁটি ॥ হুমকিতে জনস্বাস্থ্য

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৩ জানুয়ারি ॥ কাশিয়ানী উপজেলার চরজাজিরা কালনা মৌজার সরকারী জমিতে অবৈধভাবে গড়ে ওঠা একটি ইটভাঁটির বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি জেলা প্রশাসক বরাবর এলাকার সাধারণ জনগণের পক্ষ থেকে লিখিত অভিযোগে বলা হয়েছে, কাশিয়ানীর কালনা ফেরিঘাটের পার্শ্ববর্তী জনগুরুত্বপূর্ণ রাস্তাসংলগ্ন স্থাপিত ‘মা-বাবা’ নামে ওই ইটভাঁটিতে নিয়মিত কাঠ এবং ব্যারেল চিমনি ব্যবহৃত হচ্ছে। এতে ওই এলাকার পরিবেশদূষণসহ সামাজিক পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত নবেম্বরের প্রথম দিকে এলাকার শতাধিক মানুষ স্বাক্ষরিত এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সুপারিশকৃত পরিবেশ অধিদফতরের মহাপরিচালক বরাবর একই বিষয়ে আরেকটি অভিযোগে আরও জানা যায়, এলাকার নিরীহ কৃষকদের ভয়ভীতি দেখিয়ে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই প্রায় ১০ একর কৃষিজমি নষ্ট করে ওই ইটভাঁটি স্থাপন করা হয়েছে। ওই ভাঁটির জ্বালানি কাঠ সংগ্রহের জন্য দুর্বৃত্তরা রাতের আঁধারে আশপাশের বিভিন্ন এলাকার রাস্তাসংলগ্ন সরকারী গাছ কেটে নিয়ে যাচ্ছে। এসবের ফলে এলাকার সার্বিক পরিবেশ বিঘিœত হচ্ছে এবং জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে কাশিয়ানীর সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এএসএম মাঈনউদ্দিন মোবাইল ফোনে খবর পেয়ে সোমবার দুপুরে ওই ইটভাঁটি পরিদর্শন করেন এবং অভিযোগের সত্যতা পান। তিনি আরও জানান, গত বছর ওই ভাঁটি পরিবেশ অধিদফতর ভেঙ্গে দিয়েছিল। তারপরও মালিক ভাঁটির একাংশ মেরামত করে কাজ চালিয়ে যাচ্ছেন। জিয়া হাসান স্কুলে বার্ষিক রিপোর্ট কার্ড ডে টাঙ্গাইল জেলার করটিয়া ইউনিয়নে অবস্থিত গ্রামপর্যায়ে স্থাপিত প্রথম ইংলিশ ভার্সন জিয়া হাসান ইন্টারন্যাশনাল স্কুলে ২৬ ডিসেম্বর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক রিপোর্ট কার্ড ডে উদযাপিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আমেরিকার মায়ামি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সালাহউদ্দীন আহমেদ, আমেরিকান ডাক্তার জ্যাসমিন আহমেদ, চ্যানেল আইয়ের সিনিয়র প্রডিউসার ফাহমিদুল ইসলাম শান্তনু, আইটি এক্সপার্ট রুহুল আমিন এবং সাবরিনা আফরিন। প্লে­ গ্রুপ থেকে ক্লাস সেভেনের প্রতি ক্লাসে তিন শিক্ষার্থীকে স্টুডেন্ট অব দ্য ইয়ার পুরস্কার দেয়া হয়। পাশাপাশি ছিল বেস্ট এ্যাটেন্ডেন্স এ্যাওয়ার্ড- টিচিং এক্সিলেন্স এ্যাওয়ার্ড জুনিয়র ও সিনিয়র সেকশন। র‌্যাফেল ড্র’র মাধ্যমে এক শিক্ষার্থীর সেশন ফির ৫০ শতাংশ ফেরত দেয়া হয়। উল্লেখ্য, জিয়া হাসান ইন্টারন্যাশনাল স্কুল ২০১০ সালে যাত্রা শুরু করে অল্প সময়ে দক্ষ টিচিং টিম ও অন্য সুবিধাদির কারণে ব্যাপক সুনাম কুড়িয়েছে। এখানে ২৫০ শিক্ষার্থীর জন্য ২৫ শিক্ষকসহ ৩৬ জনের টিম রয়েছে -বিজ্ঞপ্তি
×