ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সহায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন ॥ গয়েশ্বর

প্রকাশিত: ০৬:২৩, ৪ জানুয়ারি ২০১৭

সহায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়া বিএনপির জন্য মহাপাপ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ডেমোক্রেটিক কাউন্সিল’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ৫ জানুয়ারি বিএনপিকে মাঠে নামতে দেয়া হবে না- সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যে সমালোচনা করে গয়েশ্বর বলেন, গত এক বছর আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালন করেছি। কিন্তু সরকার আমাদের মাঠে নামতে দেবে না, এ কথা বলে দেশকে নৈরাজ্যের দিকে নেয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ‘ডেড বডির ভয় দেখিয়ে ক্ষমতাসীনরা রওশন এরশাদকে নির্বাচনে নিয়ে ছিলেন। তবে এটা অসমর্থিত তথ্য। প্রমাণ চাইলে আমি দিতে পারব না।’ গয়েশ্বর রায় বলেন, বর্তমান নির্বাচন কমিশন স্বাধীন না হলে এত প্রকল্প করতে পারত না। তাই শুধু নির্বাচন কমিশন শক্তিশালী হলেই সুষ্ঠু নির্বাচন হবে না। এর জন্য নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন করতে হবে। তবে সরকার যদি সহায়ক সরকার করতে না চায়, তাহলে নিরপেক্ষ সরকার বলুন, আর যে সরকারই বলুন, এতে আমাদের কোন আপত্তি নেই। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, অবিলম্বে সহায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে গণতন্ত্র ফিরিয়ে দিন। দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন হতে পারে না, হবে না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বর রায় বলেন, আমি নির্বাচনের আগেই বলে ছিলাম সরকার এ নির্বাচনে নতুন কৌশল অবলম্বন করবে। সেটাই নির্বাচনের পরে প্রমাণিত হয়েছে। তবে নাসিকে ভোট ডাকাতি হয়নি, চুরি হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। কারণ তিনি মাঝে মাঝে সত্য কথা বলেন। ওবায়দুল কাদেরের বক্তব্য গণতন্ত্রের জন্য হুমকি- রিজভী ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য গণতন্ত্রের জন্য হুমকি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি হয়েছে- এ ব্যাপারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তার প্রমাণ দিতে হবে।
×