ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্যামসাং নিয়ে এলো উইন্টার অফার

প্রকাশিত: ০৬:২১, ৪ জানুয়ারি ২০১৭

স্যামসাং নিয়ে এলো উইন্টার অফার

স্যামসাং মোবাইল বাংলাদেশ সম্মানিত গ্রাহকদের জন্য জনপ্রিয় জে সিরিজ হ্যান্ডসেটগুলোতে নিয়ে এসেছে উইন্টার অফার। গ্রাহকরা ৬,৯৯০ টাকায় গ্যালাক্সি জে১ নেক্সট প্রাইম, ৮,৯৯০ টাকায় গ্যালাক্সি জে১ ২০১৬, ৯,৯৯০ টাকায় গ্যালাক্সি জে২, ১১,৪৯০ টাকায় গ্যালাক্সি জে২ প্রাইম, ১২,৯৯০ টাকায় গ্যালাক্সি জে২ ২০১৬, ১৩,৯৯০ টাকায় গ্যালাক্সি জে৫, ১৬,৯০০ টাকায় গ্যালাক্সি জে৭, ২০,৯০০ টাকায় গ্যালাক্সি জে৭ ২০১৬ এবং ২৩,৯০০ টাকায় গ্যালাক্সি জে৭ প্রাইম ক্রয় করে ফ্রি পাবেন আকর্ষণীয় শীতের জ্যাকেট/ সোয়েটার। এই উইন্টার অফারের সাথে, গ্রাহকরা জনপ্রিয় স্যামসাং গ্যালাক্সি জে১ (২০১৬), জে২ (২০১৬), জে২ (২০১৫), জে৫, জে৭, জে৭ (২০১৬), জে৭ প্রাইম, এ৫ (২০১৬) এবং এ৭ (২০১৬) ডিভাইসগুলো কিনে উপভোগ করতে পারবেন গ্রামীণফোনের আকর্ষণীয় ইন্টারনেট অফার। -বিজ্ঞপ্তি স্ট্যান্ডার্ড ব্যাংকের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ‘বাংলাদেশে শ্রেষ্ঠ ফরেন এক্সচেঞ্জ ব্যাংক’র মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। ইন্টারন্যাশনাল ফিন্যান্স ম্যাগাজিন (আইএফএম)র আয়োজনে সিঙ্গাপুরের ম্যারিনা বে স্যান্ডস এ এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও ফিন্যান্সিয়াল মার্কেট প্রধান আলমগীর মোরশেদ ব্যাংকের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন। এমন একটি মর্যাদাপূর্ণ অর্জন প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও আবরার এ. আনোয়ার বলেন,‘এ অর্জনে আমরা আনন্দিত, বাংলাদেশের বাজারে ফরেন এক্সচেঞ্জ প্রবর্তনে অগ্রণী ভূমিকা রাখার স্বীকৃতি এটি। -বিজ্ঞপ্তি
×