ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাজী ছানাউল হক রাকাবের নতুন এমডি

প্রকাশিত: ০৬:২১, ৪ জানুয়ারি ২০১৭

কাজী ছানাউল হক রাকাবের নতুন এমডি

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১ জানুয়ারি ২০১৭ তারিখের জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক কাজী ছানাউল হক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ যোগদান করেছেন। ইতোপূর্বে তিনি অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। সুদীর্ঘ চাকরি জীবনে তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এবং রাকাবের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি আইডিএলসির এইচ আর বিভাগের প্রধান নির্বাহী আখতার উদ্দিন মাহমুদ আইডিএলসির মানবসম্পদ বিভাগের নতুন প্রধান হিসেবে যোগদান করেছেন আখতারউদ্দিন মাহমুদ। তিনি দেশী-বিদেশী বিভিন্ন বহুজাতিক কোম্পানি ও বিভিন্ন বৃহৎ শিল্পখাতে প্রায় দুই দশক কাজ করেছেন। এই নতুন ভূমিকায় মাহমুদ আইডিএলসি ফাইন্যান্স এবং তার অধীনস্থ তিনটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান-আইডিএলসি সিকিউরিটিজ, আইডিএলসি ইনভেস্টমেন্টস এবং আইডিএলসি এ্যাসেট ম্যানেজমেন্টের এইচ আর বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। -বিজ্ঞপ্তি ডিসেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়ন ২৭ শতাংশ স্টাফ রিপোর্টার ॥ চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) বাস্তবায়ন হার বেড়েছে। জুলাই-ডিসেম্বর পর্যন্ত এডিপির ২৬ দশমিক ৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৪ শতাংশ। মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন। মন্ত্রী জানান, চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে মোট ৩৩ হাজার কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ব্যয়ের পরিমাণ ছিল ২৩ হাজার কোটি টাকা। পরিকল্পনামন্ত্রী বলেন, এ বছর এডিপি বাস্তবায়ন ব্যয়ও বেশি, বাস্তবায়নের হারও বেশি। এটি ইতিবাচক। সময়ম মতো এডিপি বাস্তবায়নে প্রয়োজনীয় সব উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১৬-১৭ অর্থবছরে এডিপির আকার প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা। মার্সেল এলইডি টিভিতে মূল্য হ্রাস অর্থনৈতিক রিপোর্টার ॥ শীত মৌসুম ও ইংরেজী নববর্ষ উপলক্ষ ব্যাপক দাম কমেছে মার্সেল এলইডি টিভির। মডেল ভেদে দাম কমেছে সর্বোচ্চ ৩১০০ টাকা পর্যন্ত। হ্রাসকৃত মূল্যে মার্সেল এলইডি টিভি বিক্রি হচ্ছে চলতি ডিসেম্বর মাসের প্রথম দিন থেকে। প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের কর্মকর্তারা জানান, বর্তমানে অর্ধ-শতাধিক মডেলের এলইডি টিভি উৎপাদন ও বাজারজাত করছে মার্সেল। মার্সেল এলইডি টিভিতে মডেল ভেদে দাম কমেছে ৮০০ থেকে ৩,১০০ টাকা পর্যন্ত। ১৯ ইঞ্চি এলইডি টিভি আগের চেয়ে ৯১০ টাকা কমে পাওয়া যাচ্ছে ৮,৯৯০ টাকায়। ২০ ইঞ্চি এলইডি টিভিতে দাম কমেছে ১০০০ টাকা, বর্তমান মূল্য ১০৯০০ টাকা। ২৪ ইঞ্চি এলইডি টিভির দাম আগের চেয়ে ৮০০ টাকা কমে এখন মিলছে ১৩৭০০ টাকায়। ক্রেতারা মার্সেলের ২৮ ইঞ্চি এলইডি টিভি আগের চেয়ে ২০০০ টাকা কমে এখন কিনতে পারছেন ১৫৯০০ টাকায়। সবচেয়ে বেশি দাম কমেছে ৩২ ইঞ্চি এলইডি টিভিতে। ৩১০০ টাকা কমে এখন যার দাম ১৮৮০০ টাকা।
×