ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলায় মনোমুগ্ধকর প্যাভিলিয়ন ও স্টল

প্রকাশিত: ০৬:২০, ৪ জানুয়ারি ২০১৭

বাণিজ্যমেলায় মনোমুগ্ধকর প্যাভিলিয়ন ও স্টল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থী আকর্ষণে দৃষ্টিনন্দন স্টল ও প্যাভিলিয়ন নির্মাণ করছে বেশ কিছু কোম্পানি। কাঠ, স্টিল ও মেটালের ফ্রেমে নির্মিত স্টলগুলোর অবয়বে পণ্যকে যেমন হাইলাইট করা হয়েছে, তেমনি ক্রেতা আকর্ষণে বৈচিত্র্য আনা হয়েছে। এদিকে বাণিজ্যমেলায় দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন নির্মাণে চমক সৃষ্টি করেছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। বিশাল জায়গা নিয়ে তৈরি হয়েছে অপূর্ব স্থাপত্য শৈলীর দৃষ্টিনন্দন তিনতলা মেগা প্রিমিয়ার প্যাভিলিয়ন। যেখানে থাকছে সেলফিপ্রেমীদের জন্য বিশেষ কর্নার, ট্রান্সপারেন্ট ডিসপ্লেসহ অনেক চমক। কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে দুটি প্রিমিয়ার প্যাভিলিয়ন (২৬ ও ২৭) একত্রিত করে তৈরি হয়েছে একটি মেগা প্যাভিলিয়ন। ওয়ালটনের ইন্টেরিয়র ডিজাইন বিভাগের এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শাদী মোহাম্মদ রুম্মান জানান, ১৫ হাজার বর্গফুট আয়তনের বিশাল দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। প্রতিটি ফ্লোরে স্পেস রয়েছে ৫ হাজার বর্গফুট। চারপাশে থাকবে ফুল-সবুজের সমারোহ। তিনি আরও জানান, মোবাইলে সেলফি একটি নতুন ট্রেন্ড। এর প্রতি কম বেশি সবাই আকর্ষণ বোধ করে। বিষয়টি মাথায় রেখে ওয়ালটন স্পেশাল সেলফি কর্নারের ব্যবস্থা রেখেছে। ক্রেতা-দর্শণার্থীদের সুবিধার্থে থাকছে অত্যাধুনিক সুপরিসর লিফট। মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে সবচেয়ে আকর্ষণীয় ট্রান্সপারেন্ট ডিসপ্লে। এ বিষয়ে ওয়ালটনের ব্র্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান কাফি আমান বলেন, ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত প্রযুক্তি, খুচরা যন্ত্রাংশ এবং পণ্যের বিশেষ ফিচার সম্পর্কে অবহিত করতে স্থাপন করা হয়েছে ৪৬ ইঞ্চির ট্রান্সপারেন্ট ডিসপ্লে। ৫ টাকার সরকারী নোট আসছে কাল অর্থনৈতিক রিপোর্টার ॥ ৫ টাকা মূল্যমানের কারেন্সি নোটটি বেগুনিকে প্রাধান্য দিয়ে কয়েকটি রং ব্যবহার করে নতুনভাবে মুদ্রণ করেছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এটি ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও পরে নোটটি পাওয়া যাবে। অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ স্বাক্ষরিত ৫ টাকা মূল্যমানের নতুন কারেন্সি নোটটি হালকা বেগুনি রঙে মুদ্রণ করা হয়েছে। নোটটির সামনের অংশে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং পিছনের অংশে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি রয়েছে। নতুনভাবে মুদ্রিত এ নোটের উভয় পিঠের উপরের অংশে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ লেখা এবং পেছনের অংশে ডান দিকে বাংলাদেশের জাতীয় প্রতীক রয়েছে। কাল্ব ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন সম্প্রতি ক্রেডিট ইউনিয়নের জাতীয় প্রতিষ্ঠান দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আগামী তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জোনাস ঢাকী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, কোষাধ্যক্ষ এম জয়নাল আবেদীন। এছাড়া পরিচালক নির্বাচিত হয়েছে যথাক্রমে মোঃ মেছবাহুল ইসলাম, মোঃ কুতুব উদ্দিন, সারমিন জাহান মন্জু, মোঃ আব্দুর রাজ্জাক, অমূল্য চন্দ্র দাস, আলফ্রেড রায়, আস্তনী মাংসোং ও নূর মোহাম্মদ। বিজ্ঞপ্তি
×