ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন এআইবিএল মিউচুয়াল ফান্ডের

প্রকাশিত: ০৬:১৮, ৪ জানুয়ারি ২০১৭

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন এআইবিএল মিউচুয়াল ফান্ডের

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্লক মার্কেটে মঙ্গলবার সবচেয়ে বেশি লেনদেন করেছে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটি ২৫ লাখ ইউনিট লেনদেন করেছে, যার আর্থিক মূল্য ২ কোটি ৫ লাখ টাকা। সূত্র জানায়, মঙ্গলবার ব্লক মার্কেটে মোট দুই কোম্পানি ও পাঁচ মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৩৭ লাখ ৯১ হাজার ৩৭০টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে, যার আর্থিক মূল্য ৫ কোটি ১৬ লাখ টাকা। ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ১০ লাখ ইউনিট লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, যার আর্থিক মূল্য ৭৬ লাখ টাকা। জাহিন স্পিনিং এক লাখ ৭০০ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে, যার আর্থিক মূল্য ২২ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলোÑ এ্যাপোলো ইস্পাত, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, ইফাদ অটোস ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। তিন কোম্পানির বোনাস বিওতে জমা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। কোম্পানিগুলো হলোÑ বিডিকম অনলাইন, বারাকা পাওয়ার ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সিডিবিএলের মাধ্যমে কোম্পানিগুলোর লভ্যাংশের শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে বিডিকম অনলাইন ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮ শতাংশ বোনাস লভ্যাংশ। বারাকা পাওয়ার ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
×