ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে সূচকের উর্ধগতি অব্যাহত

প্রকাশিত: ০৬:১৭, ৪ জানুয়ারি ২০১৭

পুুঁজিবাজারে সূচকের উর্ধগতি অব্যাহত

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএই) মঙ্গলবার দিনের শুরুতে সূচকের সামান্য পতন থাকলেও শেষ পর্যন্ত উত্থানেই লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে সামান্য লেনদেন কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে এক হাজার ৩৯১ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৫৭ কোটি ৫ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ৪৪৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বাজার বিশ্লেষকদের মতে, ব্যাংক ঋণের সুদের হার কমে যাওয়া এবং পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে আসায় তারল্য প্রবাহ বাড়ছে। দেশী-বিদেশী সব ধরনের বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের গত বছরের শেষ তিন মাস এবং চলতি বছরের প্রথম থেকেই সূচকের উর্ধগতি দেখা যাচ্ছে। একইসঙ্গে ভাল-মন্দ সব ধরনের কোম্পানিরই দর বেড়েছে। মঙ্গলবারে বাজারে জ্বালানি এবং শক্তি খাতের কোম্পানি ডেসকোর ব্যাপক চাহিদার দিনে খাতটির অন্যান্য কোম্পানিরও দর বেড়েছে। খাতটির শুধুমাত্র বিডি ওয়েল্ডিং ছাড়া সবকটিরই দর বেড়েছে। শুধু তাই নয়, এই দিনে ডেসকোর শেয়ারের কোন বিক্রেতা ছিল না। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৫২ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ডেসকো, বেক্সিমকো, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ফার কেমিক্যাল, এএফসি এ্যাগ্রো, ডরিন পাওয়ার, হোটেল পেনিনসুলা চট্টগ্রাম, ইফাদ অটোস ও বেক্সিমকো ফার্মা। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : শমরিতা, ডেসকো, ইয়াকিন পলিমার, মুন্নু সিরামিক, হোটেল পেনিনসুলা, ফার কেমিক্যাল, ফার কেমিক্যাল, জাহিন স্পিনিং, এসআলম স্ক্রিটাল, জিকিউ বলপেন ও ন্যাশনাল টি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : অগ্রণী ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ১ম জনতা মিউচ্যুয়াল ফান্ড, ঢাকা ডাইং, আনলিমা ইয়ার্ন, আমান ফিড, সিএমসি কামাল, এআইবিএল মিউচ্যুয়াল ফান্ড ও বেক্সিমকো সিনথেটিকস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৩১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আরএসআরএম স্টিল, ডেসকো, বেক্সিমকো, ফার কেমিক্যাল, বিএসআরএম লিমিটেড, এস আলম স্ক্রিটাল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ন্যাশনাল ব্যাংক, আরামিট সিমেন্ট ও ইয়াকিন পলিমার।
×