ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডট বাংলা ডোমেইন

প্রকাশিত: ০৬:০০, ৪ জানুয়ারি ২০১৭

ডট বাংলা ডোমেইন

চালু হলো বাংলাদেশের কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন (সিসিটিএলডি) ‘ডট বাংলা’। এর ফলে বর্তমান সরকার প্রস্তাবিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাধিত হলো আরও একধাপ অগ্রগতি। ডট বাংলা কেবল ডোমেইন নয়, বরং বাঙালী জাতির আত্মপরিচয়ের প্রতীক। এর ফলে বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র বাংলাভাষী মানুষ, তা তিনি বিশ্বের যেখানেই অবস্থান করুন না কেন, বাংলায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এটি বাংলা ভাষার ক্ষেত্রে আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। দীর্ঘ প্রতীক্ষার পর আন্তর্জাতিক সংস্থা আইসিএএনএন গত ৪ অক্টোবর বাংলাদেশকে ডট বাংলা ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দেয়। কোন একটি রাষ্ট্রের জাতীয় পরিচয়ের স্বীকৃতি হিসেবে কাজ করে থাকে এই ডোমেইন। যেমন, ডট ইউকে ডোমেইন নামের কোন ওয়েবসাইটে প্রবেশ করলেই বোঝা যাবে যে, সেটি যুক্তরাজ্যের ওয়েবসাইট। তেমনি ইউনিকোড দিয়ে স্বীকৃত বাংলাদেশী ডোমেইন হলো ডট বাংলা। এর টেকনিক্যাল কনটাক্ট হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। মজার ব্যাপার হলো, ডট বাংলা ডোমেইন পেতে আরও দুটো দেশ ভারত সরকারের মাধ্যমে (পশ্চিমবঙ্গ এবং সিয়েরা লিওনও) আবেদন করেছিল। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে দ্রুত অগ্রসরমান। বিশ্বব্যাংকসহ গোটা বহির্বিশ্বও এটি অকপটে স্বীকার করে থাকে। ডোমেইনটি চালুর ফলে দেশে ও বিদেশে ই-কমার্স, ই-কৃষি, ই-স্বাস্থ্য, ই-শিক্ষা ইত্যাদি সেবার আরও প্রসার ঘটবে স্বভাবতই। এর যথাযথ ব্যবহার স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা-বাণিজ্যসহ আইসিটি খাতে বিপুল আয়ের আরও সম্প্রসারণ ঘটাবে। বৈশ্বিক যোগাযোগ ও জ্ঞান-বিজ্ঞানের সর্বশেষ তথ্যাদি আদান-প্রদানের ক্ষেত্রে ঘটবে ভাববিনিময়। সেই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এটি ভাষা শহীদদের বিজয়, মহান মুক্তিযুদ্ধের বিজয়, সর্বোপরি বাংলাদেশের মানুষের বিজয়। বাংলা ভাষার শ্রেষ্ঠতম কবি এবং বিশ্ব সাহিত্যেরও অন্যতম, রবীন্দ্রনাথ ঠাকুর স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলার। আরও এক বাংলার কবি বড় বেশি আবেগভরে লিখে গেছেন, তোমার যেখানে সাধ চলে যাও, আমি রয়ে যাব এই বাংলায়। এর পাশাপাশি আরও এক দামাল কবি স্বপ্ন বুনেছিলেন তারুণ্যে উজ্জীবিত বাংলাদেশের। সেই সুদূরপ্রসারী স্বপ্নকে বাস্তবে রূপদান করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুমহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে। আর জাতির পিতার কন্যা বর্তমান সরকারপ্রধান শেখ হাসিনার সুযোগ্য বলিষ্ঠ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের চূড়ান্ত রূপায়ণে এগিয়ে চলেছে বাংলাদেশ ও এদেশের তরুণ সমাজ। ইতোমধ্যে খাদ্যে স্বনির্ভরতা অর্জনসহ অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ বহির্বিশ্বে এক চমৎকার সাফল্যের উদাহরণ রাখতে সক্ষম হয়েছে। পোশাক শিল্পের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ একটি অত্যন্ত গর্বিত ব্র্যান্ড নেম। তবে এতে আত্মপ্রসাদের অবকাশ নেই। ভিশন-২০২১-এর আলোকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে আইসিটি সেক্টরসহ অন্যান্য ক্ষেত্রেও আমাদের অগ্রসর হতে হবে। বর্তমান যুগ জ্ঞান-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির যুগ। ন্যানো টেকনোলজির যুগ। এদিকে মনোযোগ দিতে হবে বাংলাদেশের তরুণদের। ডট বাংলা ডোমেইন যে অপার সম্ভাবনার দুয়ার খুলে দিল তাদের সামনে তার সমূহ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে যথার্থ সৃজনশীল পথ, পদ্ধতি ও উপায়ে। প্রকৃতপক্ষে হাতের মুঠোয় এনে দেখতে হবে জগতটাকে। এর জন্য সর্বদাই সর্বশেষ তথ্য সংবলিত রাখতে হবে ডট বাংলা ডোমেইনকে।
×