ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগান গ্রাম

প্রকাশিত: ০৫:৫৭, ৪ জানুয়ারি ২০১৭

বাগান গ্রাম

ব্রিটেনে এমন কিছু গ্রাম তৈরির পরিকল্পনা করা হয়েছে, যেগুলোকে বাগানের মতো করে সজ্জিত করা হবে। পরিত্যক্ত এয়ারফিল্ড ও সবুজ ঘাসযুক্ত ভূমিগুলোকে আনা হবে এর আওতায়। এরকম ১৪টি উদ্যান-গ্রামের মধ্যে থাকবে ৪৮ হাজার বাড়িঘর। সংশ্লিষ্ট বিভাগীয় মন্ত্রীরা বলেছেন, এগুলো এখনকার ছোট মফস্বল শহর কিংবা নিছক গ্রামের মতো হবে না। নিজস্ব বৈশিষ্ট্যে সেগুলো গ্রাম ও উদ্যানের সমন্বিত রূপে ধরা দেবে। পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপে সাইট হিসেবে বাছাই করা হয়েছে কর্নওয়াল থেকে কামব্রিয়া পর্যন্ত। এতে প্রযুক্তি ও তহবিল সহায়তার ৬০ লাখ পাউন্ড দেবে সরকার। এখানে কাজ শেষ হওয়ার পর বিভিন্ন আকারের গ্রামোদ্যানে দেড় হাজার থেকে ১০ হাজার ঘরবাড়ি নির্মাণ করা যাবে। বাকি অর্থ স্থানীয়ভাবে সংগ্রহের ব্যবস্থা করা হবে। গৃহায়নমন্ত্রী গ্যাভিন বারওয়েল বলেন, গ্রামের উন্নয়নকে স্থানীয়ভাবেই এগিয়ে নিতে হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষে এ কাজ সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। নতুন এই পরিকল্পনায় শুধু যে গৃহায়নের ব্যাপার এগিয়ে যাবে তা-ই নয়, এ পরিকল্পনায় নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলেও আশা করেন তিনি। আর এর দ্বারা স্থানীয় অর্থনীতিও বেশ বেগবান হবে বলে তিনি মনে করেন।-টেলিগ্রাফ অবলম্বনে
×