ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টেকসই বেড়িবাঁধ নির্মাণের খবরে আনন্দে ভাসছে শাহপরীর দ্বীপবাসী

প্রকাশিত: ০৫:৫৬, ৪ জানুয়ারি ২০১৭

টেকসই বেড়িবাঁধ  নির্মাণের খবরে আনন্দে ভাসছে শাহপরীর দ্বীপবাসী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শাহপরীর দ্বীপে ১০৬ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পটি একনেকে চূড়ান্ত অনুমোদন লাভ করায় দ্বীপবাসী আনন্দ উচ্ছ্বাসে ভাসছে। এ জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দ্বীপবাসী। টেকনাফ-শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ নির্মাণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদিত ১০৬ কোটি টাকার প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরের পর এ সংক্রান্ত পত্রাদি কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডে পৌঁছেছে। গত ৫ বছর ধরে জোয়ার ভাটার বৃত্তে আবদ্ধ ওই জনপদের আধালাখ মানুষের দুর্দশা ঘুচে এবারে আশার সঞ্চার ঘটছে। দ্বীপবাসীর এ বিশাল চাওয়া-পাওয়া পূরণ হতে চলছে জেনে স্বস্তির নিশ্বাস ফেলছে এলাকার জনগণ। টেকনাফ বাহারছড়ার বাসিন্দা ও কক্সবাজার আদালতের আইনজীবী সহকারী আবু তাহের মুন্সি জনকণ্ঠকে বলেন, সাগরের করাল গ্রাসে যে হারে বিশাল বিশাল ভাঙন সৃষ্টি এবং অমবস্যা-পূর্ণিমায় লোকালয়ে সাগরের ঢেউ খেলছিল, ওসব ভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকার উদ্যোগ গ্রহণ করায় শুক্রবার প্রতিটি মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন চলছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ২০১২ সালের জুন মাসে ভাঙন শুরু হয়ে শাহপরীর দ্বীপ বেড়িবাঁধের পশ্চিম অংশে ভাঙন শুধু বাড়তেই থাকে। সাগরের ঢেউ সামাল দেয়া মোটেও সম্ভব ছিল না। পরবর্তীকালে বেড়িবাঁধের ২ কিলোমিটারের বেশি অংশ অরক্ষিত হয়ে পুরো জনপদ জোয়ার-ভাটার বৃত্তে বন্দী হয়ে পড়ে। শাহপরীর দ্বীপ রক্ষা ও উন্নয়ন পরিষদের সভাপতি মাস্টার জাহেদ হোসেন জানান, দীর্ঘ দিন কষ্টের পর একনেকে অনুমোদিত শাহপরীর দ্বীপ বেড়িবাঁধের ১০৬ কোটি টাকার প্রকল্পটি প্রধানমন্ত্রী চূড়ান্ত অনুমোদন দেয়ায় স্থানীয় আধালাখ মানুষ বর্তমানে স্বস্তির নিশ্বাস ফেলছে।
×