ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিটন হত্যায় জড়িতদের শাস্তি দাবি

প্রকাশিত: ০৫:৫৬, ৪ জানুয়ারি ২০১৭

লিটন হত্যায় জড়িতদের শাস্তি দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ গাইবান্ধায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এ দাবি জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেইন, ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে যোগ দিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, এমপি লিটন ছিলেন জামায়াত-শিবিরের জন্য আতঙ্ক। জামায়াত অধ্যুষিত সুন্দরগঞ্জ এলাকায় আওয়ামী লীগের রাজনীতিকে শক্তিশালী করতে যেভাবে কাজ করে গেছেন তা কোনদিন ভোলার মতো নয়। তিনি বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা সংসদ সদস্য লিটনের হত্যার পেছনে দায়ী। তাদের সন্ত্রাসীদের গ্রেফতার করে রিমান্ডে নিলেই এই হত্যার আসল রহস্য বেরিয়ে আসতে পারে। তিনি আরও বলেন, বর্তমানে দেশে যখন স্থিতিশীল পরিবেশ বজায় আছে, দেশ যখন উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে, তখন স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশে অস্থিতিশীলতা তৈরি করছে। এদের বিষয়ে সারাদেশে ছাত্রলীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের নেতৃবৃন্দকে সজাগ থাকার আহ্বান করেন তিনি। মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রনি, কামাল মোহাম্মদ নাসের, আদিত্য নন্দী, সহ-সম্পাদক রেজা আকাশ, ঢাবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, বর্তমান বিশ্ববিদ্যালয় কমিটির সহ-সভাপতি হাসানুর রহমান হাসুও অংশ নেন। গত শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে আহত হন এমপি লিটন। গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক ডাঃ বিমল কুমার তাকে মৃত ঘোষণা করেন।
×