ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুইডেনের রাষ্ট্রদূতের নাসিরনগর পরিদর্শন

প্রকাশিত: ০৫:৫৫, ৪ জানুয়ারি ২০১৭

সুইডেনের রাষ্ট্রদূতের নাসিরনগর পরিদর্শন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত এইচ ই জন ফ্রিজেল মঙ্গলবার সকালে নাসিরনগরের ক্ষতিগ্রস্ত হিন্দু এলাকা পরিদর্শন করেছেন। পরে তিনি স্থানীয় প্রেসক্লাবে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নাসিরনগরে হামলা সম্পর্কে তিনি বলেন, কারও একার পক্ষে এটি মোকাবেলা করা সম্ভব নয়। প্রতিটি দেশই এ সমস্যার মোকাবেলা করছে। নাসিরনগরের হামলার পর সরকারের ভূমিকার প্রসংশা করে রাষ্ট্রদূত বলেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় এ ঘটনা নিয়ন্ত্রণ হয়েছে। এর ফলে বাংলাদেশের অন্যান্য স্থানে এ ধরনের ঘটনা ঘটেনি। এ সময় অন্যান্যের মধ্য হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি আদেশ কুমার দেব, সাধারণ সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরীফের বিকৃত ছবি পোস্টকারী রসরাজের জামিন শুনানি মঙ্গলবার জেলা জজ আদালতে অনুষ্ঠিত হয়েছে। আদালত আগামী ১৬ জানুয়ারি আসামির উপস্থিতিতে অধিকতর শুনানির তারিখ ধার্য করে। অন্যদিকে, নাসিরনগরে হিন্দুদের বাড়ি ও মন্দিরে ভাংচুর, হামলার ঘটনায় জড়িত গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদকে মঙ্গলবার চীফ জুডসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত আগামী ৮ জানুয়ারি রিমান্ড শুনানির তারিখ ধার্য করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, এর আগে ১ জানুয়ারি আহাদকে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে নিয়ে তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করে পুলিশ। এরপর আরও তথ্যের জন্য ফের রিমান্ডের প্রয়োজন বলে পুলিশ মনে করে। অন্যদিকে, নাসিরনগর ঘটনায় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির ব্যক্তিগত সহকারী উত্তম কুমার দাস ও হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব মনোরঞ্জন দেবনাথকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর মুচলেকার মাধ্যমে ছেড়ে দিয়েছে পুলিশ। পুলিশ জানায়, নসিরনগর ঘটনার অনেক বিষয় তাদের কাছ থেকে জানা গেছে।
×