ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুপ্রীমকোর্ট বহাল রাখল হাইকোর্টের রায়

ন্যাপ-কমিউনিস্ট পার্টির ২ হাজার ৩৬৭ গেরিলা মুক্তিযোদ্ধা

প্রকাশিত: ০৫:৫৩, ৪ জানুয়ারি ২০১৭

ন্যাপ-কমিউনিস্ট পার্টির ২ হাজার ৩৬৭ গেরিলা মুক্তিযোদ্ধা

স্টাফ রিপোর্টার ॥ দেশের ইংরেজী মাধ্যমের স্কুলে টিউশন ফির ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপীল বিভাগ। এ বিষয়ে শুনানির জন্য ২৯ জানুয়ারি দিন ঠিক করে দিয়ে তার মধ্যে রাজস্ব বোর্ডকে আপীলের আবেদন করতে বলেছে সর্বোচ্চ আদালত। বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন সদস্যদের নিয়ে গঠিত বিশেষ গেরিলা বাহিনীর দুই হাজার ৩৬৭ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি, প্রাপ্য সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধা দেয়া সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপীল বিভাগ। অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে হাইকোর্ট থেকে দেয়া জামিন বহাল রেখেছেন আপীল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। ইংরেজী মাধ্যমের স্কুলে টিউশন ফির ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপীল বিভাগ। ওই রায়ের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের আবেদনে প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন চার সদস্য বিশিষ্ট আপীল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। এ বিষয়ে শুনানির জন্য ২৯ জানুয়ারি দিন ঠিক করে দিয়ে তার মধ্যে রাজস্ব বোর্ডকে আপীলের আবেদন করতে বলেছে সর্বোচ্চ আদালত। আদালতের শুনানিতে রিটের পক্ষে আইনজীবী ছিলেন এম আমীন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বাংলাদেশে ইংরেজী মাধ্যমের ১০২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতনের ওপর ২০১২ সালে সাড়ে ৪ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে তা বাড়িয়ে করা হয় সাড়ে ৭ শতাংশ, সেই সঙ্গে এর আওতায় আনা হয় বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে। এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলনে নামলে তাদের ক্ষেত্রে ভ্যাট আরোপের সিদ্ধান্ত বাতিল করা হয়। বেসরকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলন করে সফল হওয়ার পর ভ্যাট বাতিলের দাবিতে ঢাকার বিভিন্ন স্থানে মানববন্ধন করেন ইংরেজী মাধ্যমের স্কুলগুলোর শিক্ষার্থীদের অভিভাবকরা। এরপর সানিডেল ও সান বিম স্কুলের দুই শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ ভ্যাট স্থগিতের আদেশ দেয়। ২১৬৭ গেরিলা যোদ্ধার হাইকোর্টের আদেশ বহাল বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন সদস্যদের নিয়ে গঠিত বিশেষ গেরিলা বাহিনীর দুই হাজার ৩৬৭ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি, প্রাপ্য সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধা দেয়া সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপীল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন। এর আগে গত ৯ অক্টোবর হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার বিচারপতি। তারও আগে গত ২৫ সেপ্টেম্বর দুই হাজার ৩৬৭ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ৮ সেপ্টেম্বর বিশেষ গেরিলা বাহিনীর ২ হাজার ৩৬৭ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। একইসঙ্গে মুক্তিযোদ্ধা হিসেবে তাদের সকল সুযোগ সুবিধা প্রদান ও যথাযথ সম্মান প্রদানের নির্দেশও দিয়েছিলেন আদালত। ২০১৩ সালের ২৪ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিশেষ গেরিলা বাহিনীর ২৩৬৭ জন মুক্তিযোদ্ধাকে স্বীকৃতি দেয় তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তবে ২০১৪ সালের ২৯ অক্টোবর ওই প্রজ্ঞাপনকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে তা বাতিল করে আরেকটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। নতুন ওই প্রজ্ঞাপন জারির বৈধতা চ্যালেঞ্জ করে ঐক্য ন্যাপের সভাপতি ও বিশেষ গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার পঙ্কজ ভট্টাচার্য ২০১৪ সালের ১১ ডিসেম্বর রিট দায়ের করেন। ওই রিটের প্রেক্ষিতে ২০১৫ সালের ১৯ জানুয়ারি হাইকোর্ট নতুন প্রজ্ঞাপনটি স্থগিত করে রুল জারি করেন। সেই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ৮ সেপ্টেম্বর রায় দেন। জামিন বহাল সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে হাইকোর্ট থেকে দেয়া জামিন বহাল রেখেছেন আপীল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
×