ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভুতুড়ে চিংড়ি

প্রকাশিত: ০৫:৫০, ৪ জানুয়ারি ২০১৭

ভুতুড়ে চিংড়ি

দুই লেজবিশিষ্ট চিংড়ি মোটামুটি দেখা যায়। কিন্তু দুই মাথাবিশিষ্ট চিংড়ির খবর এই প্রথম। সম্প্রতি অস্ট্রেলিয়ার এক জলাশয়ে এই দুই মাথাবিশিষ্ট চিংড়ির খোঁজ মিলেছে। আরও মজার খবর হল এই চিংড়ির দুই মাথাই সমানভাবে সক্রিয়। অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফে এই চিংড়ি দেখে প্রথমে বিজ্ঞানীরা বিশ্বাস করতে চাননি। চিংড়িটি দেখে তারা অন্য কোন প্রাণী মনে করেছিলেন। তারপর অনেক পরীক্ষার পর তারা নিশ্চত হন যে এটি চিংড়ি। বিজ্ঞানীরা এটিকে ভুতুড়ে প্রজাতির চিংড়ি বলে আখ্যা দিয়েছেন। এ বিষয়ে গ্রেট বেরিয়ার রিফের এক বিজ্ঞানী বলেছেন, আমরা প্রথমে এই চিংড়ি দেখে বিস্মিত হয়েছিলাম। আমরা প্রতি বছর কোটি কোটি চিংড়ি ধরে থাকি। কিন্তু দুই মাথাবিশিষ্ট চিংড়ি এই প্রথম। জলাশয় বিষয়ক বিশেষজ্ঞ লরা কার্লটন বলেন, এই চিংড়ির মাথা দুটি একটি অপরটির চেয়ে একটু ছড়ানো। একটির সঙ্গে অপরটির সংঘর্ষ হয় না। তবে দুই মাথা সমানভাবে সক্রিয়। এই চিংড়িটি পর্যবেক্ষণে বিশ্বের অনেক দেশের বিজ্ঞানীরা কাজ করছে। -স্কুপনেস্ট অবলম্বনে।
×