ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে পল্টু ও বাসেত

প্রকাশিত: ০৫:৪৯, ৪ জানুয়ারি ২০১৭

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে পল্টু ও বাসেত

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন পেলেন প্রবীণ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট বাসেত মজুমদার। আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে দলীয় সভাপতি শেখ হাসিনা তাঁদের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। মঙ্গলবার এ দুইজন নেতার কাছে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত মনোনয়নপত্র প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। এ নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়ালো ৪০-এ। আজ বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন এই দুইজন যোগ দেবেন বলে জানা গেছে। আবদুল বাসেত মজুমদার বাংলাদেশ সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। ১৯৬৬ সাল থেকে আইন পেশা শুরু করেন তিনি। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি, বাংলাদেশ সুপ্রীমকোর্ট বার এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও দুই দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদার। অন্যদিকে মোজাফ্ফর হোসেন পল্টু ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। প্রবীণ এই রাজনীতিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে তিনি যুক্ত। বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। আজ কেন্দ্রীয় ও উপদেষ্টা পরিষদের যৌথসভা ॥ আজ বুধবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
×