ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইরাকে আইএসের গাড়িবোমা হামলায় নিহত ৩৯

প্রকাশিত: ০৮:৩০, ৩ জানুয়ারি ২০১৭

ইরাকে আইএসের গাড়িবোমা হামলায় নিহত ৩৯

জনকণ্ঠ ডেস্ক ॥ ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটির ব্যস্ত চত্বরে ইসলামিক স্টেটের (আইএস) গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। পৃথক দুটি হামলায় আরও শতাধিক আহত হয়েছে। ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সফরের মধ্যেই এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটল। খবর বিবিসি ও আল জাজিরার। ইরাকের নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, সোমবার বাগদাদের শিয়া অধ্যুষিত একটি ব্যস্ত সড়কে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৩৬ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ৬১ জন। এদিকে আল কিন্দি হাসপাতালের পার্কিং এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত হয়। আইএস দুটি হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে জানায়, শিয়াদের লক্ষ্য করে হামলা দুটি চালানো হয়। আইএসপন্থী আমাক বার্তা সংস্থার অনলাইন বিবৃতিতে বলা হয়, তারা শিয়া মুসলিমদের একটি সমাবেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে। সোমবার সদর সিটির যে চত্বরে হামলা হয়েছে সেখানে সাধারণত শ্রমিকরা জড়ো হয়। নিহতদের নয়জনই নারী। তারা ঘটনাস্থলের পাশ দিয়ে একটি মিনিবাসে করে যাচ্ছিল।
×