ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে নাট্যভূমির এক যুগ পূর্তি

প্রকাশিত: ০৬:৩৬, ৩ জানুয়ারি ২০১৭

টঙ্গীতে নাট্যভূমির এক যুগ পূর্তি

স্টাফ রিপোর্টার ॥ টঙ্গীতে সম্প্রতি নাট্যভূমির এক যুগ পূর্তি উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাট্যভূমির প্রতিষ্ঠাতা ও দলপ্রধান শাহজাহান শোভনের সভাপতিত্বে আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এ্যাডভোকেট শওকত আলী, সভাপতি শেকানুল ইসলাম শাহী, সাধারণ সম্পাদক জহিরুল আলম বাধন, উদীচী, টঙ্গী শাখা সংসদের সাধারণ সম্পাদক উজ্জ্বল লস্কর, টঙ্গী আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা নাট্যকর্মী মনিরুল ইসলাম রাজীব, নাট্যকর্মী অমল কৃষ্ণ রায়, নাট্যভূমির নাট্যকর্মী রুমন আহমেদ প্রসুন, সিফাত আরা ভূইয়া বন্যা, মুর্শিকুল আলম প্রমুখ। সভা পরিচালনা করেন সাংগঠনিক সচিব। নাট্যভূমি ২০০৪ সালে থেকে টঙ্গীতে নিয়মিত নাট্যচর্চার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। নাট্যভূমি বিগত ১২ বছরের ২০টি নাটকের ৩৪৪টি প্রদর্শনী করে। নাট্যভূমির দলপ্রধান শাহজাহান শোভন নাট্যভূমির এক যুগ পূর্তিতে টঙ্গীতে নাট্যমঞ্চ ও ওয়ার্ডভিত্তিক মুক্ত নাট্যমঞ্চ নির্মাণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। প্রতিষ্ঠাবার্ষিকীতে টঙ্গীর সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিবর্তন সংস্কৃতি চর্চা কেন্দ্র, উন্মুক্ত থিয়েটার, উদীচী টঙ্গী শাখা সংসদ, টঙ্গী আইডিয়াল কলেজ, মূলধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা জানান।
×