ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১৯, ৩ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

হত্যা চেষ্টা মামলায় আইনজীবী কারাগারে রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার জজ কোর্টের অতিরিক্তি পিপি এ্যাডভোকেট শেখ নিজামউদ্দিনকে হত্যা চেষ্টা মামলার আসামি এ্যাডভোকেট শরফুদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার সাতক্ষীরার অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসান এই নির্দেশ দেন। বাড়ি নির্মাণ নিয়ে প্রতিবেশী অতিরিক্ত পিপি শেখ নিজামউদ্দিনকে প্রতিপক্ষ এ্যাডভোকেট শরফুদ্দিনসহ কয়েকজন গত ১৯ অক্টোবর মারধর করেন। এ ঘটনায় এ্যাডভোকেট শেখ নিজামউদ্দিন সাতক্ষীরা থানায় তাকে হত্যা চেষ্টার একটি মামলা করেন। এ মামলায় পুলিশ সম্প্রতি চার্জশিট দেয়। আসামি এ্যাডভোকেট শরফুদ্দিন সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২ জানুয়ারি ॥ বন্দরের মুছাপুর ইউপির সাবেক সদস্য মোস্তফা মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা তার বাড়িতে হানা দিয়ে অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে নগদ দুই লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে পিচকামতলা গ্রামে। জানা যায়, তিনতলা নির্মাণাধীন বাড়ির প্রথম তলায় পরিবার নিয়ে বসবাস করেন তিনি। রবিবার রাত ১টার দিকে ২০-২৫ জনের মুখোশধারী ডাকাতদল প্রথমে তার মেয়ের জামাই ইসমাইলের রুমের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে দিয়ে সাবাইকে ঘুম থেকে ডেকে তোলে। পরে ডাকাতরা প্রতি কক্ষে ঢুকে আলমারি ও শোকেস থেকে নগদ দুই লাখ ১১ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কার ও তিনটি মোবাইল সেটসহ ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। অগ্নিদগ্ধ বৃদ্ধার মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উজিরপুর উপজেলার বরাকোঠা গ্রামে কেরোসিনের ল্যাম্পের আগুনে অগ্নিদগ্ধ হয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন মঞ্জুরানী গাইন (৬৫) সোমবার সকাল সাড়ে দশটায় মারা গেছেন। সে ওই গ্রামের মৃত সোহেল গাইনের স্ত্রী। জানা যায়, রবিবার সন্ধ্যায় কেরোসিনের ল্যাম্পে মশারিতে আগুন লেগে মঞ্জুরানীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। ভোলায় পিস্তলসহ দুই যুবক আটক নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২ জানুয়ারি ॥ সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর আনন্দ পার্ট-৩ এলাকা থেকে পুলিশ দুটি দেশী সুটারগান পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে। ভোলা থানার ওসি মীর খায়রুল কবির জানান, রবিবার সন্ধ্যার দিকে পুলিশ রাজাপুর চর আনন্দ পার্ট-৩ এলাকায় অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলযোগে শাহাবুদ্দিন ও জাকির যাচ্ছিল। পুলিশ থামিয়ে তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি দেশী সুটারগান পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। জামায়াতের তিন নেতাকর্মী গ্রেফতার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে সৈয়দপুর পৌর জামায়াতের সেক্রেটারি শরফুদ্দিন খান (৫৩)সহ তিন জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর দুইজন হলো ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নান (৫২) ও জেলা সদরের সংগলশী কাচারীপাড়ার জামায়াত সক্রিয় সদস্য রেজাউল করিম (৪৮)। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন। উল্লেখ, গত শনিবার রাতে জামায়াত শিবিরের ১৬ জন নেতাকর্মীতে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছিল। রংপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২ জানুয়ারি ॥ মিঠাপুকুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাহাত (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছে। নিহত রাহাতের বিরুদ্ধে পুলিশ সদস্য আব্দুর রহিম হত্যাসহ একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার বালুয়া মাছিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর গ্রামের রাহাতকে রবিবার রাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করে সে। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বের হয় পুলিশ। এ উদ্দেশে মিঠাপুকুরের ভেলুয়ার সেতু এলাকায় রবিবার রাত ২টার দিকে পৌঁছলে রাহাতের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে রাহাত গুলিবিদ্ধ হয়ে সেখানেই মারা যায়। অবৈধ জাল উদ্ধার নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২ জানুয়ারি ॥ আমতলীর পায়রা নদীতে অভিযান চালিয়ে ৬১ হাজার অবৈধ জাল উদ্ধার ও ৯ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল আলম প্রত্যেক জেলেকে এক হাজার টাকা করে অর্থ দ-ের আদেশ দিয়েছেন। উদ্ধারকৃত অবৈধ জাল সোমবার দুপুরে পুড়িয়ে ফেলেছে। মৎস্য অফিস সূত্রে জানা গেছে, পায়রা নদীতে বরিবার রাতে ও সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান চালিয়ে ৪৬ হাজার বেন্তি, ১২ হাজার ৫শ’ কারেন্ট ও ৩ হাজার মিটার চরগড়া অবৈধ জাল উদ্ধার করে। হরিপুর ইউপি সচিব আটক স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ নাসিরনগরে হিন্দুবাড়ি ও মন্দিরে ভাংচুর, হামলার ঘটনায় জড়িত সন্দেহে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির ব্যক্তিগত সহকারী উত্তম কুমার দাস ও হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব মনোরঞ্জন দেবনাথকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে তাদের আটক করা হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, রবিবার রাতে হরিপুর গ্রাম থেকে হরিপুর ইউনিয়ন পরিষদ সচিব মনোরঞ্জন দেবনাথ ও ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার থেকে উত্তম কুমার দাসকে জিজ্ঞাসবাদের জন্য আটক করে। কুড়িগ্রামে ত্রাণ কর্মকর্তা গ্রেফতার স্টাফ রিপোর্টার, কুড়িগ্রম ॥ দুর্নীতির মামলায় কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোতালেব মোল্লাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন রংপুর শাখা। দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগের উপ-পরিচালক মোজাহার আলী সরদারের নেতৃত্বে দুদকের একটি টিম সোমবার দুপুরে সার্কিট হাউস এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মোতালেব মোল্লাকে ভুয়া প্রকল্প দেখিয়ে ৪টি প্রকল্পের ১ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানান দুদক রংপুর বিভাগের উপপরিচালক মোজাহার আলী সরদার। রংপুরে কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে এ মামলা হয়। সাত মাদকসেবীর দ- সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২ জানুয়ারি ॥ সোমবার বিকেল ৩টায় পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সাত মাদকসেবীকে অর্থদ- প্রদান করেন। উপজেলার আব্দুর রহিম, রবিউল ইসলাম, মাসুদ রানা, সুকুমার রায়, দিপু রাম রায়, মনিরুল ইসলাম ও বাবুল হোসেন মাদক সেবন করার অপরাধে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন।
×