ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিপ্রা রানী হত্যায় জড়িতরা শনাক্ত

প্রকাশিত: ০৬:১৮, ৩ জানুয়ারি ২০১৭

শিপ্রা রানী হত্যায় জড়িতরা শনাক্ত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডনকে হত্যার চেষ্টা ও শিপ্রা রানী কু-ু হত্যা মামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে দাবি পুলিশের। পুলিশ জানায়, ইতোমধ্যে এ মামলায় মেহেদী হাসান বাবু ওরফে কারেন্ট বাবুকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার দুপুরে মহানগর হাকিমের আদালত ‘ক’ অঞ্চলে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। গত ৩১ ডিসেম্বর শনিবার বেলা পৌনে ১১টার দিকে খুলনা মহানগরীর ইসলামপুর রোডস্থ জনবহুল এলাকা দোলখোলার শিতলাবাড়ির কাছে মহানগর আওয়ামী লীগ নেতা জেড এ মাহমুদ ডনকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। লক্ষ্যভ্রষ্ট একটি গুলি পথচারী শিপ্রা কু-ুর বুকে বিদ্ধ হলে তিনি মারা যান। ঘটনার রাতে আওয়ামী লীগ নেতা ডনকে বহনকারী মোটরসাইকেলের চালক ইব্রাহিম অজ্ঞাত ৬ জনকে আসামি করে খুলনা মডেল থানায় মামলা দায়ের করেন। তিনি এজাহারে উল্লেখ করেন, মুখোশধারী ৬ জন দুইটি মোটরসাইকেলে এসে গুলিবর্ষণ করে। এদিকে পুলিশ এ ঘটনায় মেহেদী হাসান বাবু ওরফে কারেন্ট বাবুকে আটক করে। সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পুলিশের সূত্র জানিয়েছে। খুলনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে গ্রেফতারকৃত মেহেদী হাসান বাবু ওরফে কারেন্ট বাবুও রয়েছে। বাকিদের নাম এই মুহূর্তে জানাতে অপারগতা প্রকাশ করে ওসি বলেন, অন্যদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিলন কুমার মিত্র বলেন, মেহেদী হাসান বাবু ওরফে কারেন্ট বাবুকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তবে এ দিন শুনানি হয়নি। আসামি নগরীর ১৫৯ টুটপাড়া মেইন রোড এলাকার আসলাম শেখের ছেলে। তার বিরুদ্ধে দ্রুত বিচার, ছিনতাই ও অস্ত্রবাজিসহ একাধিক মামলা রয়েছে। চট্টগ্রামে বস্তিতে আগুন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর সদরঘাট থানার মাইল্লারবিল বস্তিতে ভয়াবহ অগ্নিকা-ে বিভিন্ন ধরনের অসংখ্য বসতঘর ও দোকান ভস্মীভূত হয়েছে। এতে আশ্রয়হীন হয়েছে নারী-শিশুসহ শত শত মানুষ। রবিবার রাত দেড়টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পুড়েছে একটি মসজিদ, একটি ফোরকানিয়া মাদ্রাসা, ১৪টি সেমিপাকা বসতঘর, ৬টি দোকানঘর এবং ছোট-বড় অসংখ্য কাঁচাঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে ১৭টি গাড়ি অকুস্থলে ছুটে যায়। ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ভয়াবহ এ অগ্নিকা-ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি। বাসিন্দারা জানান, তারা কিছুই রক্ষা করতে পারেননি। প্রাণে বাঁচতে এক কাপড়ে ঘর ছেড়ে বেরিয়ে এসেছেন। ভস্মস্তূপে দেখা যায় ঘরহারাদের আহাজারি। মাইল্লারবিল বস্তিতে ২৬ মালিকের ৫ শতাধিক ছোট কাঁচাঘর ছিল। সেখানে ভাড়ায় বসবাস করতেন স্বল্প আয়ের মানুষ।
×