ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে অজ্ঞাত কিশোরী হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৬:১৮, ৩ জানুয়ারি ২০১৭

সিরাজগঞ্জে অজ্ঞাত কিশোরী হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ যাত্রীবাহী বাস থেকে ফেলে দেয়া অজ্ঞাত প্রতিবন্ধী কিশোরী শরীরের বিভিন্ন স্থানে ক্ষত নিয়ে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ১৬ দিন যাবত হাসপাতালের সার্জারি ওয়ার্ডের বারান্দায় পড়ে থাকলেও তার পরিবারের খোঁজ মেলেনি। সে কথা বলতে পারে না। এতে বিপাকে পড়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকের ধারণা কেমিক্যাল অথবা গরম পানি দিয়ে তার শরীর পুড়িয়ে দেয়া হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে জানা যায়, শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন নিয়ে গত ১৭ ডিসেম্বর দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় অজ্ঞাত প্রতিবন্ধী কিশোরীকে। হাসপাতালে রেজিষ্ট্রার বইতে বাহক হিসেবে সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার বাস শ্রমিক আব্দুল মান্নানের নাম ও মোবাইল নাম্বার উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা ধারণা করছে মেয়েটি ঢাকায় কোন বাসা বাড়িতে কাজ করত। বাড়ির মালিক তাকে নির্যাতন করে কড্ডার মোড়ে ফেলে রেখে গেছে। এব্যাপারে বাস শ্রমিক আব্দুল মান্নান জানান, গত ১৬ ডিসেম্বর রাতে যাত্রীবাহী বাস থেকে কিশোরীকে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে ফেলে যায় কোন ব্যক্তি। ১৭ ডিসেম্বর সকালে কড্ডার মোড়ে তাকে ঘিরে উৎসুক জনতা ভিড় করছে দেখে আমি সেখানে যাই। তার শরীরের বিভিন্ন স্থানে এসিড দিয়ে পুড়িয়ে ফেলার মতো ক্ষত চিহ্ন। চট্টগ্রামে ৯ সরকারী স্কুলে ভর্তি শেষ হচ্ছে আজ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর ৯ সরকারী মাধ্যমিক স্কুলে ভর্তি পরীক্ষা সোমবার শুরু হয়েছে। মেধা তালিকা অনুযায়ী আজ মঙ্গলবারের মধ্যে শেষ হবে ভর্তি কার্যক্রম। এরপর আসন থাকা সাপেক্ষে আগামী ৮ জানুয়ারি ভর্তি হওয়ার সুযোগ পাবে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীরা। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হাবিবুর রহমান জানান, দু’দিনের মধ্যেই শেষ করা হবে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম। কোন কারণে যদি কোন শিক্ষার্থী ভর্তি হতে না পারেন তাহলে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীরা মেধার ক্রমঅনুসারে ভর্তি হবে। লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান গ্রেফতার পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ অস্ত্রসহ লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে সোমবার ভোরে তার সরকারী বাসভবন থেকে আটক করেছে যৌথবাহিনীর একটি টিম। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ ইকবাল। তিনি জানান, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা নিজস্ব অবৈধ অস্ত্রটি তার বাসভবনে রেখেছেন এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরের দিকে যৌথবাহিনীর একটি দল তার বাসভবনে অভিযান চালায়।
×