ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতিবাদে ৮ বাড়িতে আগুন

নেত্রকোনায় সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ০৬:১৭, ৩ জানুয়ারি ২০১৭

নেত্রকোনায় সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২ জানুয়ারি ॥ কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজারে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিক্সা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা দুলাল মিয়া (৪৫) মারা গেছেন। রবিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে নেতার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সোমবার সকাল সাড়ে আটটার দিকে একই উপজেলার রায়জুরা গ্রামের আবু তাহের ভূইয়া, তার আত্মীয় স্বজন ও সমর্থকদের আটটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ১৭ জনের অন্তত ৪১টি ঘর পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর সাহিতপুর বাজারের সিএনজি ও অটোরিক্সা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সান্দিকোনা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়জুড়া গ্রামের আবু তাহের তার লোকজন নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে সান্দিকোনা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেংজানা গ্রামের দুলাল মিয়াসহ অন্তত ২০ শ্রমিক আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দুলাল মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে তিনি মারা যান। এদিকে দুলাল মিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার সকালে বিক্ষুব্ধ জনতা আবু তাহের, তার আত্মীয়-স্বজন ও সমর্থকদের আটটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে আবু তাহের ভূঁইয়া, তার ভাই সিদ্দিক মিয়া, ফজলুল হক, আবুল হাসেম, আজিজুল হক, হাদিছ মিয়া, ভগ্নিপতি আলতাবুর রহমান, প্রতিবেশী মোতালেব, সুরুজ আলী, সুলতান মিয়া, সেলিম মিয়া, খোকন মিয়া, হাছেন আলীসহ ১৭ জনের ৪১টি ঘর পুড়ে যায়। আগুনে পুড়ে কিশোরের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২ জানুয়ারি ॥ স’মিল ও কাগজের কারখানায় অগ্নিকা-ে জাহিদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু ঘটে। সোমবার বিকেল ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় ঢাকা মাওয়া মহাসড়কের পাশে অগ্নিকা-ের ঘটনাটি ঘটে। জানা যায়, কাগজের কারখানার মালিকের নাম ইউসুফ।
×