ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌলবাদী চক্র থেকে সাত বছরে ৭২ শিশু উদ্ধার

প্রকাশিত: ০৬:১৭, ৩ জানুয়ারি ২০১৭

মৌলবাদী চক্র থেকে সাত বছরে ৭২ শিশু উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২ জানুয়ারি ॥ গরিব আদিবাসী পরিবারের শিশুদের উন্নত জীবনের হাতছানি আর উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রলোভন দেখিয়ে ঢাকার বিভিন্ন মাদ্রাসায় নিয়ে অভিভাবকদের অগোচরে ধর্মান্তরিত করা হচ্ছে। সাত বছরে এই ধরনের প্রলোভনের শিকার অন্তত ৭২ শিশুকে উদ্ধার করে পুলিশ। অনুসন্ধানে জানা গেছে, বান্দরবানে আদিবাসী পরিবারের যুবককে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে আর্থিক সহায়তা দিয়ে ৭টি উপজেলা থেকে গরিব আদিবাসী পরিবারের খ্রীস্টান ও বৌদ্ধ ধর্ম অনুসারী শিশুদের সংগ্রহ করে বিভিন্ন মাদ্রাসায় পরিবারের অগোচরে ভর্তি করানো হচ্ছে। ফলে একসময় তারা আরবি শিক্ষা অর্জনের পাশাপাশি ধর্মান্তরিত হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে জেলা শহরের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চার আদিবাসী শিশুকে উদ্ধার করে পুলিশ। চার শিশুকে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগে বান্দরবানের বাসস্টেশন এলাকার বাসিন্দা আবু বকর ওরফে মংশৈ প্রু ত্রিপুরা এবং হোসেনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত শিশু নুসিং উ মার্মা, মেসিং প্রু মার্মা, মং থুইহ্লা মার্মা, মাসিং শৈ মার্মার বয়স ৯ থেকে ১৩ বছর। তারা রোয়াংছড়ির বেতছড়া এলাকার বৈদ্যপাড়া, হেডম্যানপাড়া এবং বেতছড়ামুখ পাড়ার বাসিন্দা। উদ্ধারকৃত শিশুরা ১ম থেকে ৫ম শ্রেণীতে পড়ালেখা করে। রাজধানী ঢাকাতে ভাল বিদ্যালয়ে পড়ালেখা করানোর প্রলোভন দেখিয়ে অভিভাবকদের প্রতিশ্রুতি দিয়ে তাদের গ্রাম থেকে বান্দরবান শহরে নিয়ে আসা হয়। শিশুদের ঢাকা নিয়ে যাওয়ার আগে ধর্মান্তরিত করার চেষ্টা করা হলে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শিশুদের উদ্ধার ও এই দুই যুবককে গ্রেফতার করা হয়। এসময় ঘটনায় জড়িত রাঙ্গামাটি জেলার রাজস্থলীর সুমন খেয়াং পালিয়ে যায়, তবে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় সদর থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
×