ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ছাত্র কিশোরসহ নিহত সাত

প্রকাশিত: ০৬:১৬, ৩ জানুয়ারি ২০১৭

সড়ক দুর্ঘটনায় ছাত্র কিশোরসহ নিহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বরিশালে কিশোর, খুলনায় মোটরসাইকেল আরোহী, পাকুন্দিয়ায় স্কুলছাত্র, কক্সবাজারে নারী, জামালপুরে বৃদ্ধা, ভুয়াপুরে ট্রাকের হেলপার ও মীরসরাইয়ে পথচারী নিহত হয়েছেন। স্টাফ রিপোর্টর, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর ঃ বরিশাল ॥ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কিশোর রায়হানকে (১৫) সোমবার সকালে শেবাচিম হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। রায়হান ঝালকাঠীর পূর্বচাঁদকাঠী এলাকার সোহেল সিকদারের ছেলে। সোমবার সকাল দশটার দিকে নলছিটি উপজেলার আমিরাবাদ নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় রায়হান গুরুতর আহত হয়। খুলনা ॥ সড়ক দুর্ঘটনায় সরোয়ার শেখ (৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর গোয়ালখালি নয়াবাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সরোয়ার শেখ নগরীর খালিশপুর নয়াবাটি এলাকার মৃত হাতেম শেখের ছেলে। পুলিশ জানায়, সরোয়ার শেখ মোটরসাইকেলে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্র তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরই মাহিন্দ্র চালক তার গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি। কিশোরগঞ্জ ॥ পাকুন্দিয়ায় প্রাইভেটকার চাপায় তানিম (৮) নামে স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। সে মির্জাপুর গ্রামের শামীম মিয়ার ছেলে ও মির্জাপুর কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সোমবার দুপুরে পাকুন্দিয়া-মির্জাপুর সড়কের শ্মশানঘাট এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তানিম স্কুল ছুটির পর শ্মশানঘাট এলাকায় রাস্তা পার হচ্ছিল। এমন সময় (ঢাকা মেট্রো-ছ-১৫-২৪৩৪) প্রাইভেটকার পেছন দিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে জনতা ধাওয়া করে চালকসহ প্রাইভেটকারটি আটক করে। কক্সবাজার ॥ কক্সবাজার-টেকনাফ সড়কের মিঠাছড়ি পানেরছড়া ঢালায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের বাবা কামাল উদ্দীনসহ পাঁচজন। সোমবার বেলা ১২টায় এ ঘটনা ঘটে। নিহত নারী উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় ধুমড়ে-মুচড়ে গেছে সিএনজি অটোরিক্সাটি। তবে নাফ স্পেশাল বাসের সব যাত্রী অক্ষত রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তুলাতুলী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল কালাম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। জামালপুর ॥ দেওয়ানগঞ্জ উপজেলার গুলুঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় রাবেয়া বেগমের (৬০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছে। দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কের গুলুঘাট এলাকা এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা হাতিভাঙ্গা ইউনিয়নের চরআমখাওয়া গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে সানন্দবাড়ি বাজার এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিক্সা পাঁচ যাত্রী নিয়ে দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশে ছেড়ে আসে। অটোরিক্সাটি দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কে গুলুঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ভূঞাপুর, টাঙ্গাইল ॥ বঙ্গবন্ধু সেতুর ওপর দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জানা যায়, গতকাল সোমবার ভোরে ঘনকুয়াশা এবং সেতুর ওপর সোডিয়াম লাইট বন্ধ থাকায় পূর্ব টোল প্লাজা সংলগ্ন ঢাকাগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের অজ্ঞাত হেলপারের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ২০ জন। দুর্ঘটনায় বিকল ট্রাক আটকে যাওয়ার কারণে পেছন থেকে একের পর এক চলমান পরিবহন ধাক্কা লাগতে থাকে। এভাবে আরও ৬-৭টি দুর্ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। উত্তরবঙ্গ ও ঢাকাগামী পরিবহনগুলো আটকা পড়ে মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ৯টায় দুর্ঘটনাকবলিত যানবাহন অপসারণ করার পর যান চলাচল স্বাভাবিক হয়। মীরসরাই, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের মীরসরাইয়ে দ্রুতগামী বাসের চাপায় পথচারী নিহত হয়েছে। তার নাম নুরুজ্জামান (৭৫)। সোমবার বেলা ১১টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কমলদহ উত্তর বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, নুরুজ্জামান বড়দারোগাহাট থেকে বাজার করে বাড়ি যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী এনা পরিবহনের দ্রুতবাহী বাস (নং ঢাকা মেট্রো ব ১৪-৮২৮০) চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
×