ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় সাংবাদিককে পিটিয়ে জখম

প্রকাশিত: ০৬:১৫, ৩ জানুয়ারি ২০১৭

সাতক্ষীরায় সাংবাদিককে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে পিটিয়ে আহত করলেন বাঁশদহ ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেনসহ তার সন্ত্রাসী বাহিনী। রবিবার রাতে সদর উপজেলার বাঁশদহ এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত সাংবাদিকের নাম জুলফিকার আলী। তিনি দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার স্থানীয় প্রতিনিধি। আহত সাংবাদিকের পিতা রাহাতুল্লাহ জানান, রাতে ইউপি চেয়ারম্যানের ভাই মেম্বর শহিদুল ইসলাম গোপনে কম্বল বিতরণ করছিলেন। সাংবাদিক জুলফিকার রাতে কম্বল দেয়ার বিষয়টি শহিদুল মেম্বরের কাছে জানতে চান। এ সময় ইউপি চেয়ারম্যান মোশারফ তার ভাইয়ের কাছ থেকে ফোনটি কেড়ে নিয়ে সাংবাদিক জুলফিকারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে ইউপি চেয়ারম্যান মোশাররফ, তার ভাই মেম্বর শহীদুলসহ ৮-১০ জন সন্ত্রাসী জুলফিকারকে তার বাড়ির সামনে পেয়ে মারপিট শুরু করে। এ সময় তার হাতের নখ তুলে নেয় তারা। আহত সাংবাদিক জুলফিকার আলী সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, সে আমার চাচা তো ভাই। তার সঙ্গে আমাদের জমি-জমা নিয়ে বিরোধ আছে। যে কারণে বাড়ির লোকজনের সঙ্গে সামান্য বিরোধ হয়েছে। অপরদিকে, আহত সাংবাদিক জুলফিকার আলী বলেন, ইউপি চেয়ারম্যান মোশারফ আমার কোন কাছে আত্মীয় নন। ড. আমিনুল এসসিএর সভাপতি নির্বাচিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও ইমেরিটাস প্রফেসর এবং দেশের বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী ড. আমিনুল ইসলাম ২০১৬ -২০১৮ মেয়াদে সায়েন্স কাউন্সিল অব এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ফিলিপিন্সে অনুষ্ঠিত সংস্থার ১৬ তম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে তিনি এ পদে নির্বাচিত হন। সায়েন্স কাউন্সিল অব এশিয়া হচ্ছে এশিয়ার ১৮টি দেশের ৩১টি সংস্থার সমন্বয়ে গঠিত সংগঠন যা সদস্য দেশসমূহের মধ্যে বৈজ্ঞানিক গবেষণা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে থাকে। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস সায়েন্স কাউন্সিল অব এশিয়ার সদস্য এবং প্রফেসর ড. আমিনুল ইসলাম বাংলাদেশ একাডেমি অব সায়েন্সসের সভাপতি হিসেবে এ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এবং ২০১৬ -২০১৮ মেয়াদের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। -বিজ্ঞপ্তি। ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজে বই উৎসব শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। এই সেøাগানকে সামনে রেখে ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজে ১ জানুয়ারি উদযাপিত হয় বই উৎসব। ট্রাস্ট স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে ২০১৭ শিক্ষাবর্ষে স্কুল শাখায় ভর্তিকৃত (প্লে-নবম শ্রেণী পর্যন্ত) ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন ও বই উৎসবে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বশির আহাম্মেদ ভূঁইয়া। পরে ছাত্রছাত্রীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শাখার প্রধান এনামুল হক, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ; প্রাথমিক শাখার প্রধান পারভীন মাসুদ এবং প্রি-প্রাথমিক শাখার প্রধান রাখি সরকার। -বিজ্ঞপ্তি
×