ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবি ক্রপ সায়েন্স বিভাগ সভাপতির পদচ্যুতির দাবিতে ফের কর্মসূচী

প্রকাশিত: ০৬:১৫, ৩ জানুয়ারি ২০১৭

রাবি ক্রপ সায়েন্স বিভাগ সভাপতির পদচ্যুতির দাবিতে ফের কর্মসূচী

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স এ্যান্ড টেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক মোসলেহ্ উদ্দিনের পদচ্যুতির দাবিতে কর্মবিরতি পালন করেছেন বিভাগের শিক্ষকরা। সোমবার বেলা ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা। এদিকে সভাপতির পদচ্যুতির দাবিতে ফের কর্মবিরতির ঘোষণা করা হয়েছে। বেলা ১২টায় বিভাগের নয় শিক্ষক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান। কর্মসূচী অনুযায়ী আগামী বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন। এর মধ্যে সভাপতির পদচ্যুতি না হলে শীতের ছুটির পর নতুন কর্মসূচী ঘোষণা করা হবে বলে তারা জানান। এর আগে গত ১০ ডিসেম্বরে বিভাগের দুই-তৃতীয়াংশ শিক্ষক সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে উপাচার্য বরাবর লিখিত আবেদন করেন। আবেদনের একদিন পরে সভাপতির অধীনে একাডেমিক ও প্ল্যানিং কমিটির মিটিং বয়কট করে আসছেন তারা। আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, অধ্যাপক মোসলেহ্ উদ্দিন বিভাগের শিক্ষকদের সঙ্গে অসদাচরণ ও গালমন্দ করেন। জামালপুর যৌনপল্লী থেকে তরুণী উদ্ধার ॥ সর্দারনী আটক নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২ জানুয়ারি ॥ রানীগঞ্জ যৌনপল্লী থেকে এক মেয়েকে (২২) উদ্ধার করেছে সদর থানা পুলিশ। উদ্ধারের পর রাজশাহী থেকে আসা হতভাগ্য পিতা আর মেয়ের আবেগঘন মূহূর্ত আর মিলনের সুখানুভূতি উপস্থিত সকলের মাঝে কষ্ট আনন্দ মিশ্রিত আবহ সৃষ্টি করে। পুলিশ সর্দারনী শান্তিকে আটক করে থানায় নিয়ে যায়। জানা যায়, এক সহৃদয়বান শান্তির ঘরে অসহায় মেয়ের কান্নাকাটি আর আকুতি শোনে। শেষে মেয়েটির বর্ণনা অনুযায়ী রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার তেলীপাড়া গ্রামের মেয়ের বাবা মোজাম্মেলকে খবর পাঠায়। রবিবার মোজাম্মেল জামালপুর এসে পৌরসভার প্যানেল মেয়র রাজিব সিংহ সাহার সঙ্গে যোগাযোগ করেন। পরে রাজিব সাহা উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমকে ঘটনা জানান। জাহাঙ্গীর সেলিম ভারপ্রাপ্ত পুলিশ সুপার রওনক জাহানের কাছে মেয়েটিকে উদ্ধারের আবেদন করেন। এই প্রেক্ষিতে তাৎক্ষণিক পুলিশ সুপার যৌনপল্লীতে দুই পিকআপ পুলিশ পাঠায়। সর্দারনী শান্তির ঘর থেকে রবিবার রাত ১১টায় পাচার করে আনা মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। জানা যায়, মেয়েটির মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। মেয়েটি মা’র কাছেই থাকত। লতিফ নামের নারী ব্যবসায়ীর খপ্পরে পড়ে দুই মাস আগে মেয়েটি রানীগঞ্জ যৌনপল্লীতে বিক্রি হয়ে দুঃসহ জীবন অতিবাহিত করে। উদ্ধারের সময় স্থানীয় কাউন্সিলর ও প্যানেল মেয়র রাজিব সাহা, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও উন্নয়ন সংঘের জাহাঙ্গীর সেলিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
×