ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিআইডব্লিউটিসির নয়া চেয়ারম্যান ড. জ্ঞান রঞ্জন শীল

প্রকাশিত: ০৬:০৫, ৩ জানুয়ারি ২০১৭

বিআইডব্লিউটিসির নয়া চেয়ারম্যান ড. জ্ঞান রঞ্জন শীল

সরকারের অতিরিক্ত সচিব ড. প্রকৌশলী জ্ঞান রঞ্জন শীল সোমবার বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। এ উপলক্ষে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় দিলকুশায় সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানকে বিদায় এবং নতুন চেয়ারম্যানকে আগমনী সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির উর্ধতন কর্মকর্তা, অফিসার্স এ্যাসোসিয়েশন, ওয়ার্কার্স ইউনিয়ন নেতৃবৃন্দ এবং সর্বস্তরের কর্মচারী নতুন চেয়ারম্যানকে অভিন্দন জানান। নবাগত চেয়ারম্যান ড. প্রকৌশলী জ্ঞান রঞ্জন শীল, রবিবার নৌ-পরিবাহন মন্ত্রণালয়ে এবং সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ২০তম চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৮৩ ব্যাচের এক কর্মকর্তা। বিআইডব্লিউটিসিতে যোগদানের পূর্বে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘ প্রায় ৩৩ বছরের কর্মজীবনে সড়ক ও জনপথ বিভাগে ২২ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়, ননফরমাল এডুকেশন, অর্থ মন্ত্রণালয়াধীন আইআরডি, বেপজা সদস্য এবং বিআইডব্লিউটিসির পরিচালক (প্রশাসন) ও পরিচালক (কারিগরি) পদে ৫ বছর দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নে জাতীয় উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে বিআইডব্লিউটিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সততা-নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। -বিজ্ঞপ্তি
×