ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ট্রাক-কাভার্ডভ্যানের বাম্পার ও এ্যাঙ্গেল খোলার সময় এক মাস বাড়ল

প্রকাশিত: ০৬:০৪, ৩ জানুয়ারি ২০১৭

ট্রাক-কাভার্ডভ্যানের বাম্পার ও এ্যাঙ্গেল খোলার সময় এক মাস বাড়ল

স্টাফ রিপোর্টার ॥ পণ্যবাহী সকল ট্রাক-কাভার্ডভ্যানের বাম্পার ও এ্যাঙ্গেল খোলার সময় একমাস বৃদ্ধি করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। পরিবহন মালিক সমিতির সুপারিশে সময় বাড়ানো হয়েছে। সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জনকণ্ঠ’কে জানান, পণ্যবাহী সকল ট্রাক ও কাভার্ডভ্যানের বাম্পার ও এ্যাঙ্গেল গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে খুলে নেয়ার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরবর্তীকালে পরিবহন মালিকদের অনুরোধে এ ব্যাপারে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির নেতৃবৃন্দ। বৈঠকে উভয়পক্ষের আলোচনায় একমাস সময় বাড়ানো হয়। আগামী ৩১ জানুয়ারির মধ্যে পণ্যবাহী যানবাহনের বাম্পার ও এ্যাঙ্গেল খুলে নিতে পরিবহন মালিকদের প্রতি সড়ক পরিবহন সমিতির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। চলতি বছর পণ্যবাহী পরিবহনে অবৈধভাবে লাগানো বাম্পার, এ্যাঙ্গেল ও হুক ৩০ নবেম্বরের মধ্যে খুলে ফেলার নির্দেশ দেয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। পাশাপাশি চার এ্যাক্সেল বা চৌদ্দ চাকাবিশিষ্ট কন্টেইনারবাহী দীর্ঘযান বা প্রাইম মুভারগুলো সর্বোচ্চ ৩২ টন পর্যন্ত মালামাল পরিবহন করতে পারবে। তবে চার এ্যাক্সেলের প্রাইম মুভারে একটি অতিরিক্ত এ্যাক্সেল স্থাপন করে পাঁচ এ্যাক্সেলে রূপান্তরের মাধ্যমে সর্বোচ্চ ৪২ টন পণ্য পরিবহন করা যাবে। এরকম নির্দেশনা জারির পর পরিবহন মালিকরা একমাস সময় বাড়ানোর আবেদন জানান। নির্দিষ্ট সময়ে ব্যর্থ হয়ে মন্ত্রণালয়ের কাছে ফের আরেক মাস সময় চাওয়া হয়। পণ্যবাহী পরিবহনের বাম্পার ও এ্যাঙ্গেল অপসারণে এ নিয়ে দু’দফা সময় বাড়ানো হলো।
×