ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে বিচারপতি বজলুর রহমানের দাফন

প্রকাশিত: ০৬:০৪, ৩ জানুয়ারি ২০১৭

চাঁপাইনবাবগঞ্জে বিচারপতি বজলুর রহমানের দাফন

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টের আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ছানার দ্বিতীয় দফা জানাজা শেষে চাঁপাইনবাবগঞ্জের খালঘাট গোরস্তানে দাফন করা হয়েছে। এর আগে সোমবার সকাল ১০টার দিকে সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার সুপ্রীমকোর্টের উভয় বিভাগে ছুটি ঘোষণা করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সোমবার ছুটি ঘোষণা করা হয়। জানাজায় আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক, সাবেক প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন, আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমির-উল ইসলাম, জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম, সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সিনিয়রসহ বিপুলসংখ্যক আইনজীবী জানাজায় অংশ নেন। জানাজা শেষে তেজগাঁও পুরনো বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে মরহুমের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে মরদেহ পাঠানো হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ দাফন করা হয়েছে। প্রধান বিচারপতি বলেন, বিচারকাজে কর্মরত বিচারপতি বজলুর রহমান এবং বিচারপতি জে এন দেব চৌধুরী মারা যান। উচ্চ আদালতে একজন সম্মানিত সিটিং জাজের মৃত্যু এটিই প্রথম মনে হয়। চলতি শীতকালীন ছুটিতে আরও একজন সিটিং জাজকে (জ্যেতিন্দ্র নারায়ণ দেব চৌধুরী) আমরা হারিয়েছি। এই দুই বিচারকের আত্মার প্রতি সম্মান জানিয়ে প্রধান বিচারপতি হিসেবে আমি সুপ্রীমকোর্টের উভয় বিভাগে সোমবার ছুটি ঘোষণা করলাম। আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান রবিবার মারা যান। গত রবিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
×