ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেকনাফে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আয়

প্রকাশিত: ০৬:০৩, ৩ জানুয়ারি ২০১৭

টেকনাফে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আয়

টেকনাফ স্থলবন্দরে ডিসেম্বরে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত রাজস্ব আয় করেছে কাস্টমস কর্মকর্তাগণ। ২৬২টি বিল অব এন্ট্রির বিপরীতে আমদানি খাতে ১২ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৩৮০ টাকার রাজস্ব আদায় করেছে। যা সরকারী লক্ষ্যমাত্রার চেয়ে ৪ কোটি ৫৫লাখ ৩৫হাজার ৩৮০টাকা বেশি। সরকারী লক্ষ্যমাত্রা হচ্ছে ৭ কোটি ৭৮লাখ টাকা। এদিকে ৪৩টি বিল অব এট্রির বিপরীতে রফতানি খাতে ৩৬ লাখ ৮৩ হাজার ৩১৮ টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানান স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আব্দুল মান্নান। -স্টাফ রিপোর্টার, কক্সবাজার ৬ বছরে সবজি উৎপাদন বেড়েছে ৩২ শতাংশ ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে ১ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার মেট্রিক টন সবজি উৎপাদিত হয়েছে। যা গত ২০০৯-১০ অর্থবছরে সবজি উৎপাদনের তুলনায় ৩২ শতাংশ বেশি। কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে, ২০০৯-১০ অর্থবছরে দেশে ৩৫ লাখ মেট্রিক টন সবজি উৎপাদিত হয়েছিল। ২০১৫-১৬ অর্থবছরে ১ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার মেট্রিক টন সবজি উৎপাদিত হয়েছে। অর্থাৎ ৬ বছরের ব্যবধানে উৎপাদনের পরিমাণ ৩২ শতাংশ বেড়েছে। খাদ্য উৎপাদনের অন্যান্য খাতের মতো সবজি উৎপাদন বাড়ার এ ধারাবাহিকতা বজায় থাকলে আগামী ১০ বছরে বাংলাদেশ সবজি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে বলে মনে করেন কৃষিবিদরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম মোরশেদ আবদুল হালিম বলেন, দেশে সবজি উৎপাদন এখন বাণিজ্যিক রূপ নিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার অর্থমন্ত্রীর সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের সৌজন্য সাক্ষাত অর্থনৈতিক রিপোর্টার ॥ নববর্ষ উপলক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। সম্প্রতি সমিতির সধারণ সম্পাদক মোঃ মনিরুল আলমের নেতৃত্বে সমিতির একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সাথে সাক্ষাত করে তাঁকে নববর্ষের শুভেচ্ছা জানান।
×